বেঙ্গালুরু, 25 সেপ্টেম্বর: বিনা টিকিটে বেঙ্গালুরু মেট্রোতে সফর করে এবং তা নিয়ে ভিডিয়ো বানিয়ে বিপাকে পড়তে হল এক বিদেশি পর্যটককে ৷ জানা গিয়েছে, ওই বিদেশি যুবক একজন ইউটিউবার ৷ কীভাবে মেট্রো কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে বিনা টিকিটে মেট্রোতে সফর করা যায়, তা নিয়ে ভিডিয়ো বানাতে গিয়েই তিনি ওই কাজটি করেন এবং সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় আপলোড করে দেন ৷ তারপর থেকেই বিষয়টি নিয়ে হইচই শুরু হয়েছে ৷ জানা গিয়েছে, ওই বিদেশি ইউটিউবারের নাম ফিডিয়াস পানায়িওতউ ৷ তিনি বেঙ্গালুরুর নাম্মা মেট্রোতে বিনা টিকিটে সফর করেন ও ভিডিয়ো বানান বলে অভিযোগ ৷
এই প্রসঙ্গে বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড বা বিএমআরসিএল-এর ম্যানেজিং ডিরেক্টর অঞ্জুম পারভেজ জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে তদন্ত করবে ও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ওই ব্যক্তির বিরুদ্ধে ৷ তিনি আরও জানিয়েছেন, ওই বিদেশি যুবক দেখাতে চাইছিলেন কীভাবে বিনা খরচে সফর করা যায়, সেই উদ্দেশেই তিনি ওই কাণ্ড করেন ও পরে ভিডিয়োটি সামাজিক মাধ্যমে আপলোড করে দেন ৷ ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর মেট্রো কর্তৃপক্ষের নজরে আসে ৷ বিএমআরসিএল-এর ম্যানেজিং ডিরেক্টরের কথায়, "এই ধরনের কাজ কখনও গ্রহণযোগ্য নয় ৷ বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষ ওই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করবে ৷ "