আগ্রা , 21 সেপ্টেম্বর: সেলফি তুলতে গিয়ে মৃ্ত্যু বিদেশি মহিলা পর্যটকের ৷ মৃতের নাম সুজান (60) ৷ বৃহস্পতিবার ফতেপুর সিক্রি মেমোরিয়ালের ঘটনা ৷ সেলফি তোলার জন্য খোয়াবাগ মেমোরিয়ালে যান ৷ সেই সময়েই প্রায় 8 থেকে 9 ফুট উঁচু রেলিং থেকে পড়ে গুরুতর জখম হন ওই পযটক ৷ দীর্ঘ সময় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের অপেক্ষা করেও, তা না আসায় সময় মত চিকিৎসা শুরু করা যায়নি ৷ তাতেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ, মৃতের স্বামী ও পরিবারের সদস্যদের ৷
জানা গিয়েছে, এদিন ফ্রান্স থেকে 20 সদস্যের একটি পর্যটকের দল ভারতে এসেছিল ৷ ওই দলটি ফতেপুর সিক্রি সৌধতে ঘুরতে যায় ৷ ওই পর্যটক দলে ছিলেন মৃত পর্যটক, তাঁর স্বামী এসমা ও পরিবারের সদস্যরা ৷ পরিবারের দাবি উঁচু থেকে পড়ার ফলে গুরতর আঘাত লেগেছিল ওই পর্যটকের মাথায় ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছ, সুজান নামে এক মহিলা পর্যটক স্মৃতিসৌধের মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন ৷ তাঁর স্বামী এবং অন্যান্য পর্যটকরা তাঁর চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সের অপেক্ষা করছেন । প্রায় এক ঘণ্টা পর অ্যাম্বুলেন্স এসে তাঁকে উদ্ধার করে প্রথমে এসএন হাসপাতালে নিয়ে যায় ৷ অবস্থা গুরতর হওয়ায় তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷