নয়াদিল্লি, 12 জানুয়ারি : নিট-ইউজি কাউন্সেলিং যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে মেডিক্যাল কাউন্সেলিং কমিটিকে চিঠি দিল ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন বা এফওআরডিএ (Federation of Resident Doctors Association, FORDA) ৷ বুধবার একটি চিঠিতে এই চিকিৎসক সংগঠন 2021-এর নিট-পিজি কাউন্সেলিং ঘোষণার জন্য ধন্যবাদ জানিয়েছে (FORDA urges MCC for commencement of NEET-UG Counselling 2021) ৷
চিঠিতে সংগঠন জানিয়েছে, "7 জানুয়ারি, 2022-এ সুপ্রিম কোর্ট নিট-পিজি কাউন্সেলিং শুরুর পক্ষে রায় দিয়েছে ৷ তারপর এই কমিটি কাউন্সেলিংয়ের কথা ঘোষণা করেছে ৷ তাই চিঠির শুরুতে ধন্যবাদ জানাই ৷ আজ, 12 জানুয়ারি থেকে কাউন্সেলিং প্রক্রিয়ার সূচনা হবে ৷ এর পাশাপাশি আরও একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই ৷ দেশজুড়ে হাজার হাজার মেডিক্যাল পড়ুয়া নিট-ইউজি প্রবেশিকা পরীক্ষা দিয়েছে এবং পাশ করেছে ৷ তাঁরাও নিট-ইউজি কাউন্সেলিং, 2021-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ৷"
আরও পড়ুন : NEET-PG Counselling To begin: নিট-পিজির কাউন্সেলিং শুরু বুধে, স্বস্তি মেডিক্যাল পড়ুয়াদের