লন্ডন, 26 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিয়ো বার্তা পাঠালেন ইংল্য়ান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন ৷ যেখানে মানবতাকে কোরোনা মহামারির প্রকোপ থেকে রক্ষা করতে ভারত ও ইংল্য়ান্ড একে অপরের পাশে থেকে লড়াই করবে বলে জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ৷ এদিন ভারতবাসীকে উল্লেখ করে ওই ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘‘আমি অধীর আগ্রহে এই গুরুত্বপূর্ণ দিনটিতে আপনাদের সঙ্গে যুক্ত হতে চেয়েছিলাম, আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৷’’
প্রসঙ্গত, সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে দিল্লিতে উপস্থিত থাকার কথা ছিল বরিস জনসনের ৷ তবে, ইংল্য়ান্ডে কোরোনা ভাইরাসের নয়া স্ট্রেন ধরা পড়ায়, তাঁর সফর বাতিল করা হয় ৷ তারপর আজ সাধারণতন্ত্র দিবসে তিনি ভিডিয়ো বার্তা দিয়ে বলেন, ‘‘অসাধারণ একটি সংবিধানের জন্মদিন, যা ভারতকে সবচেয়ে বড় সার্বভৌম গণতন্ত্র হিসেবে বিশ্বের সামনে তুলে ধরেছে ৷’’