তুমাকুরু (কর্ণাটক), 7 জানুয়ারি: কোটি টাকা মূল্যের দু’টি বিদেশি ঘোড়া মৌমাছির কামড়ে মারা গিয়েছে (Two Horses Died by Bees Attack) কর্ণাটকের তুমাগুরুতে ৷ সেখানকার কুনিগাল স্টাড ফার্মে আয়ারল্যান্ড (Ireland) ও আমেরিকার (America) দু’টি পুরুষ ঘোড়া ছিল ৷
আয়ারল্যান্ড থেকে আনা হয়েছিল সানুস পার আকচাম নামের ঘোড়াটিকে ৷ আর এয়ার সাপোর্ট নামের ঘোড়াটিকে আনা হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৷ আয়ারল্য়ান্ডের ঘোড়াটির বয়স ছিল 10 বছর ৷ আর আমেরিকার ঘোড়াটির বয়স ছিল 15 বছর ৷
জানা গিয়েছে যে অন্যদিনের মতো বুধবার চরাতে নিয়ে যাওয়া হয় ৷ দুপুর 1টা নাগাদ হঠাৎ করে হাজার হাজার মৌমাছি ঘোড়া দু’টিকে আক্রমণ করে । মৌমাছির আক্রমণে (Bees Attack) দু’টি ঘোড়া চিৎকার করে মাটিতে পড়ে যায় । ওই ফার্মে নিযুক্ত কর্মীরা বিষয়টি লক্ষ্য করে চিকিৎসককে জানান । একদল চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে ঘোড়াগুলোর চিকিৎসা করেন । কিন্তু চিকিৎসায় কাজ হয়নি ৷ বৃহস্পতিবার রাত 10টায় মারা যায় আয়ারল্যান্ডের ঘোড়াটি ৷ শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোড়াটি মারা যায় ৷