বারাণসী, 11 নভেম্বর: কিছুদিন আগেই কাশীতে এসেছিলেন ফরাসি নাগরিক মাইকেল । তিনি কাশীতে মোক্ষলাভ করতে চেয়েছিলেন । মাইকেল তিন দিন আগে মারা গিয়েছেন । তাঁর মৃতদেহ কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের ট্রমা সেন্টারের মর্গে রাখা হয়েছে । শনিবার ময়নাতদন্ত শেষে দুপুর 2টোয় মরদেহ হরিশ্চন্দ্র ঘাটে দাহ করা হয় ৷ বারাণসীর কমিশনার কৌশল রাজ শর্মা এই পুরো প্রক্রিয়ার খরচ বহন করেছেন ৷ কাশীতে এটাই প্রথম ঘটনা যখন হিন্দু রীতি ও ঐতিহ্যের সঙ্গে ফরাসি নাগরিকের শেষকৃত্য সম্পন্ন করা হল ।
প্রত্যেক মানুষই কাশীতে মোক্ষলাভ করতে চায় । আধ্যাত্মিক গুরুত্বে বিশ্বাসী লোকেরা তাঁদের জীবনের শেষ অংশ কাশীতে কাটাতে চান । তেমনই একজন ফরাসি নাগরিক মাইকেল । ঘনিষ্ঠদের কাছে মাইকেল জানিয়েছিলেন যে তিনি শুনেছেন কাশীতে মারা গেলে স্বর্গে যাওয়া যায় ৷ তাই তাঁর অসুস্থতার কথা জানতে পেরে তিনি জীবনের শেষ দিনগুলি কাটাতে কাশীতে আসেন । তার পর কাশীতে থাকার জায়গা পেতে বেশ সমস্যা হয় ৷ তবে বিদেশি নাগরিক হওয়ায় তাঁর জায়গা হয়নি মুমুক্ষু ভবনে ৷ শেষে একটি গেস্ট হাউজে থাকতে শুরু করেন ৷ কিন্তু মাত্র 20 দিনের মধ্যেই তাঁর মৃত্যু হয় ৷