চেন্নাই,12 জানুয়ারি: জালিকাট্টুকে ঘিরে নয়া ইতিহাস তৈরি হতে চলেছে । এই প্রথম চেন্নাইতেও খেলা হবে জালিকাট্টু । ষাঁড় আর মানুষের এই লড়াই মাদুরাইতে হয়ে আসত সেই আদিকাল থেকে। এবারই প্রথম চেন্নাইতে হবে জালিকাট্টু । দক্ষিণ তামিলনাড়ুর এই খেলাটি চেন্নাইতে উঠে আসার এই ঘটনাকে অনেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন (Social observers think organizing Jallikattu in Chennai is very significant )।
দক্ষিণ তামিলনাড়ুর মাদুরাই থেকে শুরু করে বিভিন্ন অংশে জালিকাট্টু খেলা হয়ে থাকে । কিন্তু চেন্নাইতে এই ধরনের কোনও ঘটনা আগে কখনও ঘটেনি। এবার মার্চ মাসের 5 তারিখ সেই ঘটনাই ঘটতে চলেছে তামিলভূমের রাজধানী শহরে । খেলা না হলেও জালিকাট্টুর সঙ্গে চেন্নাই যোগ যে একদম নেই বা আগে কখনও ছিল না সেটা ভাবার কোনও কারণ নেই । 2017 সালে জালিকাট্টু বন্ধ করার পর চেন্নাইয়ে প্রতিবাদ সংগঠিত হয় । এবার জালিকাট্টু খেলাও হবে এখানে । এমনিতেই চেন্নাইয়ের প্রায় সমস্ত মলে ষাঁড়ের প্রতিকৃতি রাখা থাকে। সেটাও জালিকাট্টুকে স্মরণ করে।