পটনা, 9 নভেম্বর : আগামীকাল বিহারে ভোট গণনা । তার আগে নিজের জন্মদিন নিয়ে বিশেষ উৎসাহ নেই RJD নেতা তেজস্বী যাদবের । তাঁর বাড়িতে আসতে সমর্থকদের নিষেধ করলেন । পাশাপাশি গণনার দিন সংযত থাকতে দলীয় কর্মী ও সমর্থকদের পরামর্শ দিলেন তিনি ।
আজ 31-এ পা দিলেন লালুপুত্র তেজস্বী যাদব । কিন্তু জন্মদিন অন্যদিনের মতো কাটাতে চান তিনি । প্রতি বছর এই বিশেষ দিনে দলীয় কর্মী ও সমর্থকরা তাঁর বাড়িতে আসেন । কিন্তু এবছর পরিস্থিতি অন্যরকম । একে কোরোনা পরিস্থিতি, অন্যদিকে আগামীকাল বিহারে ভোট গণনা । দুইয়ের কারণে তেজস্বী গতকাল জানান, জন্মদিন পালন হবে সাধারণভাবে ।