পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গণনার দিন সমর্থকদের সংযত থাকার নির্দেশ তেজস্বীর - বিহারে গণনার দিন সমর্থকদের সংযত থাকতে নির্দেশ তেজস্বীর

বিহারে আগামীকাল ভোট গণনা । তার আগে দলীয় কর্মী-সমর্থকদের সংযত থাকার পরামর্শ দিলেন তেজস্বী যাদব ।

tejashwi yadav asks supporters to be vigilant
গণনার দিন সমর্থকদের সংযত থাকতে নির্দেশ তেজস্বীর

By

Published : Nov 9, 2020, 12:40 PM IST

পটনা, 9 নভেম্বর : আগামীকাল বিহারে ভোট গণনা । তার আগে নিজের জন্মদিন নিয়ে বিশেষ উৎসাহ নেই RJD নেতা তেজস্বী যাদবের । তাঁর বাড়িতে আসতে সমর্থকদের নিষেধ করলেন । পাশাপাশি গণনার দিন সংযত থাকতে দলীয় কর্মী ও সমর্থকদের পরামর্শ দিলেন তিনি ।

আজ 31-এ পা দিলেন লালুপুত্র তেজস্বী যাদব । কিন্তু জন্মদিন অন্যদিনের মতো কাটাতে চান তিনি । প্রতি বছর এই বিশেষ দিনে দলীয় কর্মী ও সমর্থকরা তাঁর বাড়িতে আসেন । কিন্তু এবছর পরিস্থিতি অন্যরকম । একে কোরোনা পরিস্থিতি, অন্যদিকে আগামীকাল বিহারে ভোট গণনা । দুইয়ের কারণে তেজস্বী গতকাল জানান, জন্মদিন পালন হবে সাধারণভাবে ।

পাশাপাশি গণনাকে কেন্দ্র করে যাতে কোনওরকম উত্তেজনা না ছড়ায় তার জন্য আর্জি জানান তিনি । বাজি পোড়ানো, বিরোধী দলের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে ।

এগজ়িট পোলের সমীক্ষা অনুযায়ী বিহারের নির্বাচনে এগিয়ে রয়েছেন মহাজোট । একথা জানার পর দলের কর্মী ও সমর্থকরা যাতে গণনার দিন কোনওরকম উত্তেজনার মধ্যে জড়িয়ে না পড়েন, তার জন্য আর্জি জানিয়েছেন তেজস্বী ।

ABOUT THE AUTHOR

...view details