কলকাতা, 6 এপ্রিল : ভরদুপুরে কাটল তাল ৷ অনলাইনে খাবার অর্ডার করে বেকায়দায় দেশের মানুষ ৷ বুধবার দুপুরে ব্যাপক বিঘ্নিত হল জোম্যাটো, সুইগির মত দুই প্রথমসারির ফুড ডেলিভারি অ্যাপে ৷ অ্যামাজন ওয়েব সার্ভিসে ত্রুটির কারণেই সাময়িক এই বিঘ্ন বলে জানা গিয়েছে (Food Ordering Apps Zomato and Swiggy See Brief Outage in India) ৷
সাময়িক ত্রুটি সারিয়ে আধঘণ্টার মধ্যেই যদিও ছন্দে ফেরে সুইগি এবং জোম্যাটো ৷ তবে সোশ্যাল মিডিয়ায় ততক্ষণে ঝড় বয়ে গিয়েছে ৷ দুই সংস্থার পক্ষ থেকেই উপভোক্তাদের কাছে অনিচ্ছাকৃত ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নেওয়া হয় (Food delivery apps apologies for their unintentional glitch) ৷ ডেলিভারি পার্টনাররাও ব্যাপক সমস্যার সম্মুখীন হওয়ার রিপোর্ট পেশ করে ৷