পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Fog Grips Delhi: শীতের কামড়ে ঘন কুয়াশার চাদরে ঢাকল দিল্লি, ব্যাহত ট্রেন ও যান চলাচল - কেমন থাকবে দিল্লির আকাশ

কনকনে শীতের আবহে ঘন কুয়াশায় বিপর্যস্ত রাজধানী (Delhi Weather Update)৷ দৃশ্যমানতা কমে যাওয়ায় ট্রেন ছাড়তে বিলম্ব ৷ প্রভাব পড়ল ট্রাফিকেও (Delhi Weather Update) ৷

Etv Bharat
ঘন কুয়াশা দিল্লিতে

By

Published : Dec 19, 2022, 1:17 PM IST

নয়াদিল্লি, 19 ডিসেম্বর: মরশুমের প্রথম ঘন কুয়াশায় ঢাকল দিল্লির আকাশ (Fog Grips Delhi Amid Dropped Mercury)৷ দৃশ্যমানতা নামল 150 মিটারে ৷ যার জেরে সপ্তাহের প্রথম দিন সোমবার দেরিতে চলল ট্রেন ৷ ঘন কুয়াশার প্রভাব পড়ল ট্রাফিকেও ৷ প্রায় 20টি ট্রেন 15 মিনিটে থেকে 2 ঘণ্টা দেরিতে চলেছে ৷

এই বিষয়ে উত্তর রেলের মুখপাত্র জানান, কুয়াশার জেরে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল ৷ আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি ৷ নিরাপত্তার জন্য এই ধরনের পরিস্থিতিতে ট্রেনের গতির উপর বিধিনিষেধ জারি করা হয়েছে ৷ ঘোষণা বা অন্যান্য মাধ্যমে যাত্রীদের ট্রেনের সময়সূচি সম্পর্কে অবহিত করা হয়েছে(Fog Grips Delhi News Update)৷

এক বিমানবন্দর আধিকারিকের কথায়, ফ্লাইট অপারেশন ব্যাহত হয়নি কারণ নিম্ন দৃশ্যমানতা মধ্যরাতে শুরু করে প্রায় চার ঘণ্টা ধরে ছিল ৷ তবে ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে স্যাটেলাইট ইমেজে দেখা গিয়েছে কুয়াশার ঘন স্তর পঞ্জাব থেকে পূর্ব উত্তরপ্রদেশ পর্যন্ত হরিয়ানা ও দিল্লি জুড়ে বিস্তৃত রয়েছে ৷

আরও পড়ুন :পারদের ওঠা-নামায় থিতু হবে শীত

পালাম বিমানবন্দরে সকাল সাড়ে তিনটে থেকে 6টার মধ্যে দৃশ্যমানতা 150 থেকে 200 মিটারে নেমে আসে ৷ তবে সকাল 7টার মধ্যে 350 মিটারে উন্নীত হয় ৷ অমৃতসর, পাতিয়ালা, বরেলি, লখনউ ও বাহারাইচে দৃশ্যমানতার মাত্রা ছিল 25 থেকে 50 মিটার ৷ আগামী পাঁচদিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলে ঘন থেকে খুব ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷

আবহাওয়া অফিসের মতে, দৃশ্যমানতা 0 থেকে 50 মিটার, 51 এবং 200 ঘন, 201 এবং 500 মাঝারি, 501 এবং 1000 অগভীর হলে খুব ঘন কুয়াশা হয় ৷ দিল্লির প্রাথমিক আবহাওয়া কেন্দ্র সফদরজং অবজারভেটরিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 দশমিক 2 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷

আরও পড়ুন :2014-র পরে উত্তর-পূর্বে শান্তির যুগ শুরু হয়েছে, দাবি অনুরাগের

ABOUT THE AUTHOR

...view details