নয়াদিল্লি, 19 ডিসেম্বর: মরশুমের প্রথম ঘন কুয়াশায় ঢাকল দিল্লির আকাশ (Fog Grips Delhi Amid Dropped Mercury)৷ দৃশ্যমানতা নামল 150 মিটারে ৷ যার জেরে সপ্তাহের প্রথম দিন সোমবার দেরিতে চলল ট্রেন ৷ ঘন কুয়াশার প্রভাব পড়ল ট্রাফিকেও ৷ প্রায় 20টি ট্রেন 15 মিনিটে থেকে 2 ঘণ্টা দেরিতে চলেছে ৷
এই বিষয়ে উত্তর রেলের মুখপাত্র জানান, কুয়াশার জেরে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল ৷ আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি ৷ নিরাপত্তার জন্য এই ধরনের পরিস্থিতিতে ট্রেনের গতির উপর বিধিনিষেধ জারি করা হয়েছে ৷ ঘোষণা বা অন্যান্য মাধ্যমে যাত্রীদের ট্রেনের সময়সূচি সম্পর্কে অবহিত করা হয়েছে(Fog Grips Delhi News Update)৷
এক বিমানবন্দর আধিকারিকের কথায়, ফ্লাইট অপারেশন ব্যাহত হয়নি কারণ নিম্ন দৃশ্যমানতা মধ্যরাতে শুরু করে প্রায় চার ঘণ্টা ধরে ছিল ৷ তবে ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে স্যাটেলাইট ইমেজে দেখা গিয়েছে কুয়াশার ঘন স্তর পঞ্জাব থেকে পূর্ব উত্তরপ্রদেশ পর্যন্ত হরিয়ানা ও দিল্লি জুড়ে বিস্তৃত রয়েছে ৷