পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Awaas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধির ঘোষণা নির্মলার বাজেটে - National Housing Bank

বুধবার লোকসভায় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman Budget) ৷ সেই বাজেটে একাধিক প্রকল্পের ঘোষণা করেন তিনি ৷ তার মধ্যেই রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করা হয় ৷

PM Awaas Yojana
PM Awaas Yojana

By

Published : Feb 1, 2023, 12:22 PM IST

Updated : Feb 1, 2023, 3:06 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awaas Yojana) বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ৷ বুধবার লোকসভায় (Lok Sabha) পেশ করা 2023-24 আর্থিক বছরের বাজেটে (Union Budget 2023-24) এই বৃদ্ধির বিষয়ে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman) ৷ তিনি জানান, এই প্রকল্পে আগামী অর্থবর্ষে 66 শতাংশ বরাদ্দ বৃদ্ধি করার প্রস্তাব করা হচ্ছে ৷ ফলে আগামী অর্থবর্ষে এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হবে 79 হাজার কোটি টাকার বেশি ৷

এদিনের বাজেটে জানানো হয়েছে যে 2022-23 আর্থিক বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 80 লক্ষ উপভোক্তাকে বাড়ি দেওয়া হয়েছে ৷ গ্রাম ও শহর মিলিয়ে প্রায় 48 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকার নগর পরিকাঠামো উন্নয়ন তহবিল (Urban Infrastructure Development Fund) তৈরি করবে ৷ এখন গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল (Rural Infrastructure Development Fund) রয়েছে কেন্দ্রীয় সরকারের ৷ সেটার আদলেই এই নতুন উন্নয়ন তহবিল তৈরি করা হবে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন ৷

তিনি আরও জানান, এই তহবিল ন্যাশনাল হাউজিং ব্যাংক (National Housing Bank) দ্বারা পরিচালিত হবে । নগর পরিকাঠামো উন্নয়ন তহবিলের জন্য কেন্দ্রীয় সরকার প্রতি বছর 10 হাজার কোটি টাকা ব্যয় করবে । প্রতিটি শহরের নর্দমা ও সেপটিক ট্যাঙ্কগুলিকে ম্যানহোল মোড থেকে মেশিন হোল মোডে নিয়ে যাওয়া হবে ৷

এছাড়া আগামী অর্থবর্ষের জন্য বাজেট প্রস্তাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, রাজ্যগুলিকে পঞ্চায়েত ও ওয়ার্ডস্তরে গ্রন্থাগার তৈরি করতে এবং সেখান থেকে জাতীয় ডিজিটাল লাইব্রেরি (National Digital Library) ব্যবহারের সুযোগ করে দেওয়ার জন্য পরিকাঠামো উন্নতিতে সাহায্য করা হবে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, দ্বিতীয় মোদি সরকারের এটাই সম্ভবত শেষ পূর্ণাঙ্গ বাজেট ৷ আগামী বছর লোকসভা ভোট ৷ নির্বাচনের বছরে সাধারণত কেন্দ্রের তরফে তিনমাসের বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হয় ৷ কিন্তু 2019 সালে চার মাসের বাজেট পেশ করছিল কেন্দ্র ৷ যা পূর্ণাঙ্গ বাজেট না হলেও ভোট অন অ্যাকাউন্ট ছিল না ৷ তাই আগামী বছর মোদি সরকার কী করবে, তা এখনই বলা সম্ভব নয় ৷

আরও পড়ুন:16 শতাংশ শুল্ক বৃদ্ধির প্রস্তাবে সিগারেট আরও মহার্ঘ হওয়ার পথে

Last Updated : Feb 1, 2023, 3:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details