পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Union Budget 2023: 'এক জেলা, এক সামগ্রী' পর্যটনে জোর বাজেটে, 100 শতাংশ নিকাশির আশ্বাস নির্মলার - মেশিন হোল মোড

দেশে পর্যটন শিল্প উন্নয়নে জোর দিল কেন্দ্রীয় সরকার ৷ 2023-24 অর্থবর্ষে দেশের বিভিন্ন জনপ্রিয় পর্যটনস্থলগুলিকে কীভাবে আরও আকর্ষণীয় করা যায়, তা নিয়ে রাজ্য প্রশাসনকে উৎসাহিত করার কথা জানালেন অর্থমন্ত্রী (Tourism in Union Budget 2023) ৷

Budget 2023
নির্মলা সীতারমন

By

Published : Feb 1, 2023, 3:16 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: 'একটি জেলা, একটি সামগ্রী'র বার্তা দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ 2023-24 অর্থবর্ষে রাজ্যগুলিকে 'ইউনিটি মল' তৈরির আহ্বান জানালেন তিনি ৷ শহরের জন্য পরিকল্পনা ও তা রূপায়ণে রাজ্য ও শহরের সংশ্লিষ্ট প্রশাসনগুলিকে উৎসাহিত করা হবে, বাজেটে ঘোষণা করেন অর্থমন্ত্রী ৷

বাজেট ভাষণে বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী (FM Nirmala Sitharaman) বলেন, "রাজ্যের রাজধানী এবং সবচেয়ে জনপ্রিয় পর্যটনস্থলগুলিতে 'ইউনিটি মল' নির্মাণে রাজ্যগুলিকে অনুপ্রাণিত করা হবে ৷ পাশাপাশি 'এক জেলা, এক সামগ্রী' (One District, One Product), জিআই (Geographical Indication) এবং হস্তশিল্প সামগ্রী বিক্রির বন্দোবস্ত করুক রাজ্য সরকার ৷" কোভিডের ফলে পর্যটনশিল্প জোর ধাক্কা খেয়েছিল ৷ কিন্তু এখন আবার তা ঘুরে দাঁড়াচ্ছে ৷ এ প্রসঙ্গে সীতারমন বলেন, "দেশের মধ্যে বিভিন্ন প্রান্ত এবং অন্য দেশ থেকেও পর্যটকেরা বিভিন্ন জায়গায় ঘুরতে আসেন ৷ তাই এখন পর্যটনশিল্প সম্ভাবনাময় ৷ এখানে অনেক কর্মসংস্থান হতে পারে ৷ বিশেষত তরুণরা পর্যটন শিল্প গড়ে তুলতে পারেন ৷"

আরও পড়ুন: 16 শতাংশ শুল্ক বৃদ্ধির প্রস্তাবে সিগারেট আরও মহার্ঘ হওয়ার পথে

তিনি আরও জানান, দেশে পর্যটনকে তুল ধরতে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যটনের জন্য 50টি জনপ্রিয় জায়গা বেছে নেওয়া হবে ৷ কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে 'স্বদেশ দর্শন' এবং 'দেখো আপনা দেশ' প্রকল্প চালু করেছে ৷ শহরের জন্য আরও বৃহত্তর মাপের পরিকল্পনা করতে হবে বলে জানান সীতারমন ৷ সব শহর এবং আধা শহর অঞ্চলকে ম্যানহোল থেকে 'মেশিন হোল মোড'-এ উন্নীত করা হবে ৷ এর জন্য 100 শতাংশ সেপটিক ট্যাঙ্ক, নিকাশি ব্যবস্থা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা ৷

ক্ষমতায় আসর বছর খানেক পর 2015 সালের 25 জুন বিজেপি সরকার 'স্মার্ট সিটিজ মিশন' চালু করেছিল ৷ 2016 সালের জানুয়ারি থেকে 2018 সালের জুন মাস পর্যন্ত চার বার প্রতিযোগিতার মাধ্যমে 100টি স্মার্ট সিটি নির্বাচন করা হয়েছে ৷ দেশের মধ্যে পর্যটকের সংখ্যা 2019 সালে ছিল 232 কোটি (2.32 Billion) থেকে ৷ 2021 সালে তা কমে দাঁড়িয়েছে 677 মিলিয়ন বা 67 কোটিতে ৷ এর জন্য অবশ্য দায়ী কোভিড-অতিমারী ৷ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক রাজ্যসভায় এই তথ্য দিয়েছিল ডিসেম্বরে শীতকালীন অধিবেশনে ৷ তবে সেই পরিস্থিতি কাটিয়ে এখন আবাপর ঘুড়ে দাঁড়াচ্ছে পর্যটনশিল্প ৷ এবার বাজেটে পর্যটনের উপর বাড়তি গুরুত্ব দেওয়ার কথা ঘোষণা করেলন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details