নয়াদিল্লি, 17 মে : 28 বছরের সরিতা মালি, একসময়ে তিনি মুম্বইয়ের রাস্তায় বাবার সঙ্গে ফুল বিক্রি করতেন ৷ সেই সরিতা মালি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি জন্য ভর্তি হয়েছেন (Flower Sellers Daughter Sarita Mali Gets Admission in University of California for PhD) ৷ বর্তমানে তিনি হিন্দি সাহিত্য নিয়ে জেএনইউ থেকে পিএইচডি করছেন ৷ আগামী জুলাই মাসে সরিতা তাঁর পিএইচডি রিসার্চ প্রজেক্ট জমা দেবেন ৷
নিজের জীবন নিয়ে সরিতা জানিয়েছেন, ‘‘আমি মনে করি সকলের জীবনেই ওঠা-পড়া রয়েছে ৷ প্রত্যেক নারী ও পুরুষের জীবনে সমস্যা এবং নানান গল্প আছে ৷ আর সেটা কী হবে ? তা নির্ভর করছে আপনি কোন সমাজে জন্মেছেন এবং আপনার জীবনধারা কেমন ? তার উপরে ৷ দুর্ভাগ্যবশত হোক বা সৌভাগ্যবশত, আমি এমন একটা সমাজে জন্মেছি, যেখানে সমস্যা জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ ৷’’
সরিতা মালি জানান, উৎসবে মরসুমে তিনি বাবার সঙ্গে ফুল বিক্রি করতেন ৷ বিশেষ করে গণেশ চতুর্থী, দীপাবলি এবং দশেরার সময় ৷ স্কুল জীবন তিনি তাঁর বাবার সঙ্গে এই কাজ করেছেন ৷ আর জেএনইউ-তে পড়াশোনার করার মাঝে ছুটিতে যখন বাড়ি ফেরেন, তখন ফুলের মালা তৈরি করেন সরিতা ৷ কিন্তু, গত দু’বছরে অতিমারির কারণে তাঁর বাবার কাজ বন্ধ হয়ে গিয়েছে ৷ তার আগে, তাঁরা সকলে এই কাজই করতেন ৷ এই কাজটা তাঁদের সকলের জীবনের একটা অংশ ৷ জন্মের পর, চোখ মেলা থেকে তিনি ফুল দেখে আসছেন ৷ আর এটাই তাঁর সমাজ ৷ যার একদিকে রয়েছে জীবনের ওঠা-পড়া ৷ আর অন্যদিকে, রয়েছে আশা ৷