পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Netaji's 125th Birth Anniversary : জন্মজয়ন্তীতে সংসদে শ্রদ্ধা জানানো হবে নেতাজিকে, বিজ্ঞপ্তি সচিবালয়ের

আগামী রবিবার, 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী (Netaji's 125th Birth Anniversary) ৷ সেই উপলক্ষ্যে ওই দিন সংসদ ভবনের সেন্ট্রাল হলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে (Netaji Subhas Chandra Bose) শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হচ্ছে ৷

floral tributes to be paid to netaji on 23rd january in parliament
Netaji's 125th Birth Anniversary : জন্মজয়ন্তীতে সংসদে শ্রদ্ধা জানানো হবে নেতাজিকে, বিজ্ঞপ্তি সচিবালয়ের

By

Published : Jan 21, 2022, 6:30 PM IST

নয়াদিল্লি, 21 জানুয়ারি : সংসদ ভবনের সেন্ট্রাল নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হচ্ছে (floral tributes to be paid to netaji on 23rd january in parliament) ৷ আগামী রবিবার, 23 জানুয়ারিতে ওই ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে সংসদের সচিবালয় ৷ ওই দিন নেতাজির 125তম জন্মজয়ন্তী (Netaji's 125th Birth Anniversary) ৷ সেই উপলক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷

নেতাজিকে শ্রদ্ধা জানাতে গত বছর 23 জানুয়ারিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করে মোদি সরকার ৷ এবারও পরাক্রম দিবস পালিত হচ্ছে ৷ তাছাড়া নেতাজিকে শ্রদ্ধা জানাতে তাঁর জন্মদিবসেই শুরু হচ্ছে গণতন্ত্র দিবসের অনুষ্ঠান ৷ এতদিন যা 24 জানুয়ারি থেকে শুরু হত ৷

এদিকে শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন নয়াদিল্লির ইন্ডিয়া গেটে বসানো হবে নেতাজির মূর্তি ৷ সেই মূর্তি তৈরি হবে গ্রানাইট পাথরে ৷ তবে যতদিন না আসল মূর্তি তৈরি হচ্ছে, ততদিন সেখানে নেতাজির একটি হলোগ্রাম মূর্তি রাখা হবে ৷ সেই হলোগ্রাম মূর্তির উদ্বোধন হবে আগামী রবিবার ৷ প্রধানমন্ত্রী নিজেই ওই মূর্তির উদ্বোধন করবেন ৷

যদিও গত কয়েকদিন ধরে নেতাজিকে শ্রদ্ধা জানানো নিয়ে বিতর্ক চলছে ৷ এবার নেতাজিকে নিয়ে গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে ট্যাবলো পাঠাতে চেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার ৷ সেই ট্যাবলো বাতিল করে দেয় কেন্দ্র ৷ যা নিয়ে সরব হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

উল্টোদিকে কেন্দ্রের দাবি, তারাই এবার নেতাজিকে নিয়ে ট্যাবলো করছে ৷ তার পরও কেন্দ্রের বিরুদ্ধে নেতাজিকে অসম্মান করার অভিযোগে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ আর এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই ঘোষণা দেশজুড়ে হইচই ফেলে দিয়েছে ৷

আরও পড়ুন :Modi to unveil Netaji Statue at India Gate : ইন্ডিয়া গেটে বসছে নেতাজির মূর্তি, 23 জানুয়ারি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ABOUT THE AUTHOR

...view details