পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

যান্ত্রিক সমস্যার জেরে মুম্বই বিমানবন্দরে আপৎকালীন অবতরণ - ইথিয়োপিয়ান এয়ারলাইনস

যান্ত্রিক সমস্যার কারণে মুম্বই বিমানবন্দরে আপৎকালীন অবতরণ । বিমানটি ইথিয়োপিয়ান এয়ারলাইনসের ।

Mumbai flight emergency landing
Mumbai flight emergency landing

By

Published : Nov 8, 2020, 6:02 PM IST

Updated : Nov 8, 2020, 7:27 PM IST

মুম্বই, 8 নভেম্বর : যান্ত্রিক সমস্যার কারণে মুম্বই বিমানবন্দরে আপৎকালীন অবতরণ । ET690 বিমানটি ইথিয়োপিয়ান এয়ারলাইনসের মালবাহী বিমান । রিয়াধ থেকে বেঙ্গালুরুর দিকে আসছিল বিমানটি । মাঝপথে হাইড্রলিক লিকেজের কারণে বিমানটির গতিপথ পরিবর্তন করে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ।

মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে এক বিবৃতিতে বিমানটির যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণের কথা জানানো হয়েছে । বলা হয়েছে, হাইড্রলিক লিকেজের কারণে বিমানটি গতিপথ পরিবর্তন করে এবং নিরাপদভাবে মুম্বই বিমানবন্দরে অবতরণ করেছে ।

বিমানটির আপৎকালীন অবতরণের কারণে বিমানবন্দরে দমকলের তিনটি ইঞ্জিন ও উদ্ধারকার্যের জন্য একটি গাড়ি পাঠানো হয় ।

Last Updated : Nov 8, 2020, 7:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details