পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Moscow-Goa International Flight: বোমাতঙ্কের ভুয়ো মেল, 15 ঘণ্টা পর গন্তব্যে পাড়ি আন্তর্জাতিক বিমানের - The Moscow Goa flight emergency landed at Jamnaga

সোমবার রাতে জামনগর বিমানবন্দরে জরুরি অবতরণের পর মঙ্গলবার দুপুরে ডাবোলিমের উদ্দেশে রওনা হয় বিমানটি ৷ 2টো 39 মিনিটে তা নিরাপদে ডাবোলিমে অবতরণ করে (Flight from Moscow arrives in Goa 15 hrs after emergency landing) ৷ যাত্রী এবং ক্রু মেম্বারদের নিরাপদে বাইরে বের করে জামনগর পুলিশ ন্যাশনাল সিকিওরিটি গার্ডের সঙ্গে যৌথভাবে তল্লাশি অভিযান চালায় বিমানটিতে ৷ কিন্তু সন্দেহভাজন কিছুই মেলেনি ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 10, 2023, 6:49 PM IST

Updated : Jan 10, 2023, 7:44 PM IST

জামনগর, 10 জানুয়ারি: চিরুনি তল্লাশি করে মিলল না কোনও সন্দেহভাজন বস্তু ৷ বোমাতঙ্ক উড়িয়ে জরুরি অবতরণের 15 ঘণ্টারও বেশি সময় পর জামনগর বিমানবন্দর থেকে গোয়ার উদ্দেশে রওনা হল আজুর এয়ারের আন্তর্জাতিক বিমান ৷ যা মস্কো থেকে আসছিল ৷ মঙ্গলবার দুপুর 1টা 20 মিনিটে জামনগর বিমানবন্দর থেকে ডাবোলিমের উদ্দেশে রওনা দেয় বিমানটি ৷ 2টো 39 মিনিটে সেটি নিরাপদে ডাবোলিমে অবতরণ করে (Flight from Moscow arrives in Goa 15 hrs after emergency landing) ৷

বোমাতঙ্কের জেরে সোমবার রাত সাড়ে 9টা নাগাদ জামনগর বিমানবন্দরে জরুরি অবতরণ করে আন্তর্জাতিক বিমানটি (The Moscow-Goa flight emergency landed at Jamnagar yesterday) ৷ 236 জন যাত্রী এবং আটজন ক্রু-মেম্বারদের নিয়ে মস্কো থেকে গোয়ার উদ্দেশে রওনা হয়েছিল বিমানটি ৷ বিমানটিতে বোমা থাকার আশংকার কথা জানিয়ে গোয়া এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে গতকাল একটি মেল আসে ৷ গোয়া এয়ার ট্রাফিক কন্ট্রোল জামনগর পুলিশকে সে কথা জানানো মাত্রই অপারেশন শুরু করে জামনগর পুলিশ ৷ সিআইএসএফ আধিকারিক, বম্ব স্কোয়াড এবং দমকল বিভাগকে সঙ্গে নিয়ে তারা পৌঁছে যায় বিমানবন্দরে ৷

আরও পড়ুন:বোমাতঙ্ক! জামনগরে জরুরি অবতরণ মস্কো-গোয়া বিমানের

যাত্রী এবং ক্রু মেম্বারদের নিরাপদে বিমানের বাইরে বের করে জামনগর পুলিশ ন্যাশনাল সিকিওরিটি গার্ডের সঙ্গে যৌথভাবে তল্লাশি অভিযান চালায় বিমানটিতে ৷ কিন্তু সন্দেহভাজন কিছুই মেলেনি ৷ জামনগরের কালেক্টর সৌরভ পারধি বলেন, "জামনগর এয়ার ফোর্স বেস আমাদের বোমাতঙ্কের বিষয়ে জানায় ৷ সম্ভবত গোয়া এয়ার ট্রাফিক কন্ট্রোলে এসে পৌঁছয় ৷ তল্লাশি সম্পূর্ণ হয়েছে, সন্দেহভাজন কিছুই পাওয়া যায়নি ৷"

জানা গিয়েছে, মধ্যরাতে আমেদাবাদ এবং দিল্লি থেকে এনএসজি'র দু'টি টিম এসে জামনগর পুলিশের সঙ্গে অভিযানে যোগদান করে ৷ বিমানের ক্রু মেম্বার এবং সদস্যরা রাতভোর বিমানবন্দরের লাউঞ্জেই অপেক্ষারত ছিলেন বলে খবর ৷

Last Updated : Jan 10, 2023, 7:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details