পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কুয়ো থেকে উদ্ধার হলেও শেষরক্ষা হল না, চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে পাঁচ বছরের ছোট্ট মাহি

Five Year Old Girl Dies During Treatment: কুয়োয় পড়ে মর্মান্তিক পরিণতি শিশুর ৷ পিপলিয়া রাসোদা গ্রামের একটি মাঠের খোলা বোরওয়েল পড়ে যায় বছর পাঁচেকের এক নাবালিকা ৷ 25 ফুট গভীর গর্ত করে তাকে উদ্ধার করা হয় ৷ তবে হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃ্ত্যু হয়েছে ওই নাবালিকার ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2023, 2:02 PM IST

মধ্যপ্রদেশ, 6 ডিসেম্বর:মধ্যপ্রদেশেকুয়োয় পড়ে মৃ্ত্যু নাবালিকার ৷ মধ্যপ্রদেশের রাজগড় এলাকার ঘটনা ৷ মৃত বছর পাঁচেকের শিশুর নাম মাহী ৷ মঙ্গলবার খেলতে খেলতে একটি বোরওয়েলে পড়ে গিয়েছিল সে ৷ বুধবার ভোরে তাকে জীবিত উদ্ধার করা হলেও হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃ্ত্যু হয় তার ৷ ছোট্ট মাহির মৃ্ত্যুতে শোকের ছায়া পরিবারে ৷

মঙ্গলবার সন্ধেয় বোদা থানা এলাকার পিপলিয়া রাসোদা গ্রামের একটি মাঠের খোলা বোরওয়েলে খেলতে খেলতে মাহি পড়ে গিয়েছিল ৷ খবর পেয়েই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন ৷ উদ্ধার অভিযান শুরু করেন । উদ্ধারকারীদের একটি দল মেয়েটির কাছে পৌঁছনোর জন্য প্রায় 25 ফুট গভীর একটি সমান্তরাল গর্ত খোঁড়ার কাজ শুরু করেছিল । রাজগড়ের পুলিশ সুপার ধর্মরাজ মীনা ঘটনা প্রসঙ্গেই বলেন, "মাহি 22 ফুট গভীর একটি বোরওয়েলে আটকে গিয়েছিল ৷ দুটি গর্ত করে সেই বোরওয়েলের সঙ্গে যুক্ত করা হয় ৷ সেই গর্ত দিয়ে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । উদ্ধারকার্যের সময় পর্যাপ্ত অক্সিজন সরবারাহ হয়েছিল পাইপের মাধ্যমে ৷ দীর্ঘ চেষ্টার পর ওই নাবালিকাকে উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ শিবরাজ সিং চৌহান ঘটনায় সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছিলেন ৷

দীর্ঘ প্রচেষ্টার পর ওই নাবালিকাকে উদ্ধার করে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বুধবার সেখানে চিকিৎসাচলাকালীন ওই শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার ডাঃ কিরণ ওয়াদিয়া ৷ দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্ত শেষ হলে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে ৷

আরও পড়ুন:

  1. শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত 'মিগজাউম', ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলে বানভাসি চেন্নাইয়ে মৃত 17
  2. তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হচ্ছেন রেভান্থ রেড্ডিই, শপথ বৃহস্পতিবার
  3. বুধ-সন্ধ্যাতেই ‘ইন্ডিয়া’র বৈঠকে অনড় কংগ্রেস ! শীর্ষনেতৃত্বর বদলে থাকবেন শরিক দলগুলির সংসদীয় নেতারা

ABOUT THE AUTHOR

...view details