কাশ্মীর, 12 জুলাই: কাশ্মীরে পাঁচ জঙ্গি গ্রেফতার ৷ তারা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবা (এলইটি)-এর সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে ৷ জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে ওই জঙ্গিদের গ্রেফতার করেছে ৷ কাশ্মীরের বুদগাম জেলা থেকে তাদের গ্রেফতার করা হয় ৷ বুধবার এমনটাই জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে ।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর পুলিশ সেনাবাহিনীর 62 রাষ্ট্রীয় রাইফেলসের সঙ্গে জেলার খাগ এলাকায় অভিযান চালায় ৷ এরপরেই সেখান থেকে পাঁচ জঙ্গিকে গ্রেফতার করা হয় । ধৃতদের নাম, ভাটাঙ্গন খাগের বাসিন্দা রউফে আহমেদ ওয়ানি, বাথিপোরা খাগের বাসিন্দা হিলাল আহমেদ মালিক, নওরোজ বাবা খাগের বাসিন্দা তৌফিক আহমেদ দার, দার মহল্লা নওরোজ বাবা খাগের বাসিন্দা দানিশ আহমেদ দার এবং বাথিপোরা খাগের বাসিন্দা শওকত আলি দার ।
পুলিশের ওই আধিকারিক আরও জানান, ওই পাঁচজনের জঙ্গি সংগঠন এলইটি'র সঙ্গে যোগাযোগ ছিল । তাদের কাছে থেকে অপরাধমূলক সামগ্রী উদ্ধার করা হয়েছে । উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী আরও তদন্তের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে । জঙ্গিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে খাগ থানায় ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷
আরও পড়ুন:কুপওয়ারায় অনুপ্রবেশ রুখে চার জঙ্গিকে খতম করল বাহিনী
ভারতীয় সেনাবাহিনীর তরফে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর জঙ্গিরা ভারতে প্রবেশের জন্য অগ্রসর হচ্ছে ৷ 10 জুলাই মধ্যরাতে এই খবর পায় সেনাবাহিনী ৷ সেই অনুযায়ী, নওশেরায় নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন ভারতীয় সেনাবাহিনীর সতর্ক হয়ে যায় ৷ তারপরেই পাঁচজন জঙ্গিকে গ্রেফতার করা হয় ৷ সেনার মুখপাত্র দাবি করেন, সেনাবাহিনী অনুপ্রবেশকারীদের উপর গুলি চালায় ৷ তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয় । এরপরেই সেনাবাহিনী অস্ত্র ও গোলাবারুদ-সহ ওই জঙ্গির দেহ উদ্ধার করে ৷ তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে সেগুলি ফেলে গিয়েছিল বলে মনে করা হচ্ছে ৷