নয়াদিল্লি, 28 নভেম্বর:প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারকে (Shraddha Walker) খুনের পর তাঁর শরীর 35 টুকরো করতে একাধিক ধারাল অস্ত্র (Sharp Weapons) ব্যবহার করেছিলেন আফতাব আমিন পুনাওয়ালা (Aaftab Amin Poonawalla) ৷ তার মধ্যে কয়েকটি অস্ত্র ইতিমধ্য়েই উদ্ধার করা হয়েছে বলে মনে করছে দিল্লি পুলিশ (Delhi Police) ৷ সোমবার সংশ্লিষ্ট সূত্রের তরফে অন্তত এমনটাই দাবি করা হয়েছে ৷ যদিও এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি ৷ একইসঙ্গে উদ্ধার করা হয়েছে শ্রদ্ধার আংটিও ৷ সূত্রের দাবি, ওই আংটিটি শ্রদ্ধার হাতে থাকলেও পরে তার হাতবদল হয় ৷ শ্রদ্ধাকে খুনের পর সেই আংটি অন্য একটি মেয়েকে উপহার দেন আফতাব !
তদন্তে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া ওই আংটিটি আফতাবই প্রথমে শ্রদ্ধাকে উপহার দিয়েছিলেন ৷ শ্রদ্ধাকে খুনের কয়েক দিন পর আরও এক তরুণীকে তাঁর ফ্ল্যাটে আমন্ত্রণ জানান আফতাব ৷ সেই তরুণীকে নিহত শ্রদ্ধার আংটি উপহার দেন তিনি ! পুলিশের দাবি, শ্রদ্ধার খুনের (Shraddha Murder Case) পর প্রথম যিনি ওই ফ্ল্যাটে এসেছিলেন, তিনিই হচ্ছেন এই তরুণী ৷ কিন্তু, তখনও পর্যন্ত শ্রদ্ধার খুনের কথা কার্যত কাক-পক্ষীও টের পায়নি ৷
আরও পড়ুন:প্রথমপক্ষের ছেলেকে নিয়ে স্বামীকে 10 টুকরো করলেন স্ত্রী ! ফের ঘটনাস্থল দিল্লি