চম্পাওয়াত (উত্তরাখণ্ড), 23 মার্চ: বাসের ব্রেক ফেল হয়ে মর্মান্তিক দুর্ঘটনা উত্তরাখণ্ডে ৷ ঘটনায় প্রাণ গিয়েছে এক মহিলা-সহ পাঁচ তীর্থযাত্রীর ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উত্তরাখণ্ডের চম্পাওয়াত জেলার পূর্ণগিরি ধাম মেলা (Purnagiri Dham Mela) এলাকায় ৷ এই ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন ৷ তাদের ভরতি করা হয়েছে হাসপাতালে ৷ এদিন ভোর 5টার দিকে বাসটি তীর্থযাত্রীদের ওঠানোর জন্য আসার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ।
সূত্রের খবর, বাসটির ব্রেক ফেল হওয়ার ফলে সেটি থুলিগাদে পার্কিং এলাকায় ঘুমন্ত তীর্থযাত্রীদের উপর দিয়ে চলে যায় বলে অভিযোগ । এই ঘটনায় উত্তরপ্রদেশের বাসিন্দা এক মহিলা-সহ পাঁচজন তীর্থযাত্রী বাসের নীচে চাপা পড়ে যান । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের ৷ নিহতদের মধ্যে তিনজন হলেন বাব্বরের ছেলে মায়ারাম (32), রামলাখানের ছেলে বদ্রিনাথ (40), একজন সোহারবা থানার চিতোরা জেলার বাহরাইচ গ্রামের বাসিন্দা এবং বিদোলা গ্রামের বাসিন্দা মহরাম সিংয়ের স্ত্রী অমরাবতী (26)। সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে ৷ দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷