পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 23, 2023, 8:38 PM IST

ETV Bharat / bharat

Pilgrims Death in Uttarakhand: উত্তরাখণ্ডে বাসের তলায় চাপা পড়ে পাঁচ তীর্থযাত্রীর মৃত্যু

ঘুমিয়ে থাকা তীর্থযাত্রীদের উপর দিয়ে চলে গেল বাস ৷ মৃত্যু পাঁচ তীর্থযাত্রীর (5 pilgrims dead) ৷ আহত শিশু-সহ তিন ৷ দুর্ঘটনাটি উত্তরাখণ্ডে চম্পাওয়াত জেলার পূর্ণগিরি ধাম মেলা এলাকায় ৷

Pilgrims Death
পাঁচ তীর্থযাত্রীর মৃত্যু উত্তরাখণ্ডে

চম্পাওয়াত (উত্তরাখণ্ড), 23 মার্চ: বাসের ব্রেক ফেল হয়ে মর্মান্তিক দুর্ঘটনা উত্তরাখণ্ডে ৷ ঘটনায় প্রাণ গিয়েছে এক মহিলা-সহ পাঁচ তীর্থযাত্রীর ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উত্তরাখণ্ডের চম্পাওয়াত জেলার পূর্ণগিরি ধাম মেলা (Purnagiri Dham Mela) এলাকায় ৷ এই ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন ৷ তাদের ভরতি করা হয়েছে হাসপাতালে ৷ এদিন ভোর 5টার দিকে বাসটি তীর্থযাত্রীদের ওঠানোর জন্য আসার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ।

সূত্রের খবর, বাসটির ব্রেক ফেল হওয়ার ফলে সেটি থুলিগাদে পার্কিং এলাকায় ঘুমন্ত তীর্থযাত্রীদের উপর দিয়ে চলে যায় বলে অভিযোগ । এই ঘটনায় উত্তরপ্রদেশের বাসিন্দা এক মহিলা-সহ পাঁচজন তীর্থযাত্রী বাসের নীচে চাপা পড়ে যান । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের ৷ নিহতদের মধ্যে তিনজন হলেন বাব্বরের ছেলে মায়ারাম (32), রামলাখানের ছেলে বদ্রিনাথ (40), একজন সোহারবা থানার চিতোরা জেলার বাহরাইচ গ্রামের বাসিন্দা এবং বিদোলা গ্রামের বাসিন্দা মহরাম সিংয়ের স্ত্রী অমরাবতী (26)। সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে ৷ দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

দুর্ঘটনার পরপরই পার্কিং এলাকায় আতঙ্ক ছড়ায় । আহতদের কান্নাকাটি শুনে ছুটে আসে এলাকার মানুষজন ৷ পুলিশকে খবর দেন স্থানীয়রাই ৷ তবে তার আগেই স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে দিয়েছিলেন । পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে উদ্ধার কাজে যোগ দেয় । আহত তীর্থযাত্রীদের চিকিৎসার জন্য টানাকপুর উপ-জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে কয়েকজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁদের চিকিৎসার জন্য টারশিয়ারি কেয়ার হাসপাতালে (tertiary care hospitals) স্থানাস্তরিত করা হয় । এই ঘটনায় আহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানা গিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তবে বাসের চালক পলাতক ৷ তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

আরও পড়ুন:পন্তের দুর্ঘটনার ভয়ঙ্কর স্মৃতি ফিরিয়ে রুরকির সেই হাইওয়েতে ডিগবাজি খেল গাড়ি

ABOUT THE AUTHOR

...view details