হনুমানগড়(রাজস্থান), 1 মে:ফের গতির বলি পাঁচটি তাজা প্রাণ ৷ রাজস্থানে দুর্ঘটনার পর মাঠের মধ্যে উলটে গেল দ্রুত গতিতে থাকা দু'টি গাড়ি । দুর্ঘটনায় উভয় গাড়িতে থাকা পাঁচ যাত্রীর মৃত্যু হয়েছে ৷ এরা সকলেই পুণ্যার্থী ৷ আহত আরও পাঁচ। ঘটনাটি ঘটেছে সোমবার রাজস্থানের হনুমানগড় জেলার ছানিবাড়ি গ্রামের কাছে ৷ খবর পেয়ে ভিরানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। হরিয়ানায় আহতদের চিকিৎসা চলছে ।
এএসআই কালুরাম জানিয়েছেন, মৃত পাঁচজনই হরিয়ানার কুরুক্ষেত্রের বাসিন্দা । সোমবার রাস্তা দিয়ে একটি গাড়ি প্রবল গতিতে আসছিল । ঠিক পেছনে আরেকটি গাড়ি ছিল । গতি বেশি থাকায় চালক রাস্তার সামনের বাঁক দেখতে পাননি ৷ ফলে গাড়িটি উলটে মাঠের মধ্যে পড়ে যায় । পিছন থেকে আসা গাড়িটিও বাঁক নিলে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সেটিও মাঠের মধ্যে উলটে যায় । দুটু গাড়ির গতিবেগ বেশি ছিল ৷ ফলে দুর্ঘটনায় গাড়ি দুটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে । পুলিশ গাড়িগুলিকে উদ্ধার করার চেষ্টা করছে ৷