কুড্ডালোর (তামিলনাড়ু), 3 জানুয়ারি: তামিলনাড়ুতে ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident) ৷ এই ঘটনায় মারা গিয়েছে একই পরিবারের পাঁচজন সদস্য (Five people killed in road accident) ৷ মঙ্গলবার ভোরে কুড্ডালোর জেলার ত্রিচি-চেন্নাই জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে ৷
জানা গিয়েছে, কাঞ্চিপুরম (Kanchipuram) জেলার বাসিন্দা বিজয়রাঘবন (Vijayaraghavan) ৷ বয়স 41 বছর ৷ তাঁর স্ত্রী ভাতসালা, মা বসন্তলক্ষ্মী ও দুই ছেলে বিষ্ণু এবং অতীর্থকে নিয়ে গাড়িতে কেরালার একটি মন্দিরে গিয়েছিলেন ৷ তাঁরা সেখান থেকে নাঙ্গানাল্লুরের দিকে ফিরছিলেন । সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে ৷
ভেপপুরের কাছে আয়নারপালায়ম মানজয়াপার মন্দিরের (Ayyanarpalayam Manjayapar Temple) কাছে ত্রিচি-চেন্নাই জাতীয় সড়কে যানজট ছিল । এর জেরে বিজয়রাঘবন সামনের লরিটির পিছনে তাঁর গাড়ি থামান । কয়েক মিনিট পরে গাড়ির পিছনে আসা পণ্যবাহী ট্রাকটি প্রবল গতিতে বিজয়রাঘবনের গাড়িকে ধাক্কা দেয় । গাড়িটি দুটি ট্রাকের মধ্যে আটকে পড়ে এবং প্যানকেকের মতো পিষ্ট হয়ে যায় (crushed like a pancake) । এরপর পাঁচটি গাড়ি একটির ওপর আর একটি উঠে যায় ৷ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় একটি বেসরকারি বাস, দুটি লরি এবং দুটি গাড়ি ৷ গাড়িতে চাপা পড়ে মারা গিয়েছেন একটি পরিবারের পাঁচজন ৷