পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Tamil Nadu Road Accident : তামিলনাড়ু পথ দুর্ঘটনায় মৃত একই পরিবারের পাঁচ - Five people killed of a family in road accident

তামিলনাড়ুতে দুর্ঘটনার কবলে পাঁচটি গাড়ি (Road Accident in Tamil Nadu) ৷ পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের পাঁচজনের ৷ মন্দির থেকে ফিরছিলেন তাঁরা ৷

ETV Bharat
Road Accident

By

Published : Jan 3, 2023, 9:43 PM IST

কুড্ডালোর (তামিলনাড়ু), 3 জানুয়ারি: তামিলনাড়ুতে ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident) ৷ এই ঘটনায় মারা গিয়েছে একই পরিবারের পাঁচজন সদস্য (Five people killed in road accident) ৷ মঙ্গলবার ভোরে কুড্ডালোর জেলার ত্রিচি-চেন্নাই জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে ৷

জানা গিয়েছে, কাঞ্চিপুরম (Kanchipuram) জেলার বাসিন্দা বিজয়রাঘবন (Vijayaraghavan) ৷ বয়স 41 বছর ৷ তাঁর স্ত্রী ভাতসালা, মা বসন্তলক্ষ্মী ও দুই ছেলে বিষ্ণু এবং অতীর্থকে নিয়ে গাড়িতে কেরালার একটি মন্দিরে গিয়েছিলেন ৷ তাঁরা সেখান থেকে নাঙ্গানাল্লুরের দিকে ফিরছিলেন । সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে ৷

ভেপপুরের কাছে আয়নারপালায়ম মানজয়াপার মন্দিরের (Ayyanarpalayam Manjayapar Temple) কাছে ত্রিচি-চেন্নাই জাতীয় সড়কে যানজট ছিল । এর জেরে বিজয়রাঘবন সামনের লরিটির পিছনে তাঁর গাড়ি থামান । কয়েক মিনিট পরে গাড়ির পিছনে আসা পণ্যবাহী ট্রাকটি প্রবল গতিতে বিজয়রাঘবনের গাড়িকে ধাক্কা দেয় । গাড়িটি দুটি ট্রাকের মধ্যে আটকে পড়ে এবং প্যানকেকের মতো পিষ্ট হয়ে যায় (crushed like a pancake) । এরপর পাঁচটি গাড়ি একটির ওপর আর একটি উঠে যায় ৷ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় একটি বেসরকারি বাস, দুটি লরি এবং দুটি গাড়ি ৷ গাড়িতে চাপা পড়ে মারা গিয়েছেন একটি পরিবারের পাঁচজন ৷

আরও পড়ুন:মন্দির যাওয়ার পথে ভয়ানক দুর্ঘটনা, রাজস্থানে মৃত কমপক্ষে আট

খবর পেয়ে ভেপুর পুলিশ ও দমকল কর্মীরা তিট্টকুড়ি ডিএসপি কাব্যের (Tittakudi DSP Kavya) তত্ত্বাবধানে ঘটনাস্থলে গিয়ে দুমরে-মুচড়ে যাওয়া গাড়িটি থেকে পাঁচজনের দেহ উদ্ধার করে । এরপর ময়নাতদন্তের জন্য দেহগুলি ভিলুপুরম মুন্ডিয়ামপাক্কাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (Villupuram Mundiyampakkam Medical College Hospital) পাঠানো হয় । ঘাতক লরির চালক পলাতক ৷

উল্লেখ্য, ঘটনার জেরে ত্রিচি-চেন্নাই সড়কে (Trichy-Chennai National Highway) প্রায় আধ ঘণ্টা যান চলাচল ব্যাহত হয় । এর ফলে সমস্যায় পড়ে একাধিক মানুষ ৷ জাতীয় সড়কে একের পর এক গাড়ি দাঁড়িয়ে পড়ে লাইন দিয়ে ৷ শীতের ভোরে কুয়াশার জেরে প্রায়শ্যই এরকম পথ দুর্ঘটনা ঘটে ৷ বেশিরভাগ ক্ষেত্রে গাড়ির দ্রুত গতির কারণে বলি হতে হয় ৷ তবে তামিলনাড়ুর এই ঘটনা দুর্ভাগ্যজনক ৷

আরও পড়ুন:হৃদরোগে আক্রান্ত হয়ে গাড়িতে ধাক্কা বাস চালকের, মৃত কমপক্ষে 9

ABOUT THE AUTHOR

...view details