কালিয়াবোর(অসম), 22 নভেম্বর: সোমবার রাতে নগাঁওয়ের কালিয়াবোরের হাতিয়েখোয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে । একটি পণ্যবাহী ট্রাক এসে চার চাকা গাড়িকে ধাক্কা মারে ৷ যার জেরে এই দুর্ঘটনা ঘটেছে । ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা পাঁচ যুবকের (Five passengers killed) ৷ জানা গিয়েছে, চার চাকা গাড়িতে থাকা যুবকরা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন (Road Accident in Assam) ।
এদিকে দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান ট্রাক চালক । মৃত যুবকরা হলেন, বিবেক দাস, সমীর পাল, বিকাশ শর্মা, সন্দীপকুমার পাল এবং সঞ্জয় দাস । নিহত যুবকদের বাড়ি গোলাঘাট জেলার বোকাখাটে বলে জানা গিয়েছে (Tragic road accident in Assam) ।