তিরুঅনন্তপুরম, 15 জুলাই : কেরালায় আরও পাঁচজন জ়িকা ভাইরাসে (Zika virus) আক্রান্ত হলেন ৷ আক্রান্তদের মধ্যে 4 জন মহিলা ৷ বৃহস্পতিবারের পর কেরালায় জ়িকায় আক্রান্তের সংখ্যা 28 ৷
স্বাস্থ্যমন্ত্রী মিনা জর্জ জানিয়েছেন, এই পাঁচজন আক্রান্তের মধ্যে দু'জন আনায়ারার বাসিন্দা ৷ বাকিরা ইস্ট ফোর্ট, কুন্নুকুজ়ি এবং পাট্টমের বাসিন্দা ৷ আলাপ্পুজার ন্যাশানাল ভাইরোলজি ইনস্টিটিউটে (National Virology Institute, Alappuzha) তাঁদের নমুনা পরীক্ষা করা হয় ৷ একটি বেসরকারি হাসপাতাল থেকে চারটি নমুনা সেখানে পাঠানো হয়েছিল ৷ আর স্বাস্থ্য বিভাগের তরফে একজনের নমুনা সংগ্রহ করা হয়েছিল ।