পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হরিদ্বারে সোনার দোকানে 2 কোটি টাকার ডাকাতিতে ধৃত আরও 5 - হরিদ্বারে ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেফতার

পুলিশের জালে ধরা পড়া দুষ্কৃতীদের কাছে এক কোটি টাকা মূল্যের গয়না, প্রচুর পরিমাণে অস্ত্র এবং 10 লাখ টাকার নগদ টাকা উদ্ধার হয়েছে ৷ এই ডাকাতির ঘটনায় তাও গ্যাংয়ের তিনজন আগেই গ্রেফতার হয়েছিল ৷

uk
uk

By

Published : Jul 13, 2021, 7:05 PM IST

হরিদ্বার, 13 জুলাই : হরিদ্বারের সবচেয়ে বড় ডাকাতির ঘটনায় গ্রেফতার পাঁচ দুষ্কৃতী ৷ ঘটনার 48 ঘণ্টার মধ্যে বড়সড় সাফল্য পেল এসটিএফ ৷ ঘটনার সঙ্গে জড়িত তাও গ্যাংয়ের পাঁচজনকে গ্রেফতার করেছে উত্তরাখণ্ড পুলিশ ৷ দিন দুয়েক আগে হরিদ্বারে জ্বালাপুরের একটি সোনার দোকানে দু কোটি টাকা মূল্যের সোনার গয়না চুরি যায় ৷ সেই ঘটনায় সতীশ চৌধুরি, অমিত ওরফে ফৌজি, সঞ্জয় ওরফে রাজু, নীতিন মালিক এবং বিকাশ ওরফে হিমাংশুকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ঘটনার মাস্টারমাইন্ড কুখ্যাত সতীশ চৌধুরী বুলন্দশহরের বাসিন্দা ৷ পুরো উত্তর ভারতে এই ধরনের ঘটনা অনেকবার ঘটিয়েছে সতীশ ৷ পুলিশের জালে ধরা পড়া দুষ্কৃতীদের কাছে এক কোটি টাকা মূল্যের গয়না, প্রচুর পরিমাণে অস্ত্র এবং 10 লাখ টাকার নগদ টাকা উদ্ধার হয়েছে ৷ এই ডাকাতির ঘটনায় তাও গ্যাংয়ের তিনজন আগেই গ্রেফতার হয়েছিল ৷ তাদের কাছ থেকে নগদ এক লাখ টাকা এবং গয়না উদ্ধার হয়েছে ৷ এই নিয়ে মোট 8 জন ডাকাত গ্রেফতার হল ৷ উদ্ধার হওয়া সোনার পরিমাণ 1 কিলো 300 গ্রাম, রুপোর পরিমাণ 6 কিলো ৷

আরও পড়ুন : জেএমবি শীর্ষ নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল ধৃত তিন জঙ্গির

ঘটনার মাস্টারমাইন্ড সতীশ চৌধুরীর নাম 11টির বেশি বিভিন্ন ধরনের গুরুতর অপরাধের সঙ্গে জড়িয়ে রয়েছে ৷ এর আগে সুরাতের এক হীরে ব্যবসায়ীকে লুট করে ৷ তাও গ্যাংয়ের আতঙ্ক ওড়িশা, দিল্লি, পঞ্জাব, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, গুজরাত, উত্তরপ্রদেশে ছড়িয়ে রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details