পটনা, 5 জানুয়ারি : দু'জন উপমুখ্যমন্ত্রী-সহ মোট পাঁচ জন মন্ত্রী করোনা সংক্রামিত হয়েছেন বিহারে ৷ উপমুখ্যমন্ত্রী রেণু দেবী (Renu Devi) এবং তারকিশোর প্রসাদের (Tarkishore Prasad) কোভিড পজিটিভ ধরা পড়েছে ৷
এছাড়া আবগারি মন্ত্রী সুনীল কুমার (Excise Minister Sunil Kumar), শিক্ষা ও সংসদীয় মন্ত্রী বিজয় কুমার চৌধুরী (Education and Parliamentary Affairs Minister Vijay Kumar Chaudhary) এবং শিক্ষাম মন্ত্রী অশোক চৌধুরীও (Education Minister Ashok Choudhary) করোনায় আক্রান্ত হয়েছেন ৷
আরও পড়ুন : Dev Rukmini test Covid positive : করোনা আক্রান্ত দেব ও রুক্মিণী
তারকিশোর প্রসাদ টুইটারে তাঁর কোভিড পজিটিভ হওয়ার খবর জানিয়ে লেখেন, "আমার কোভিড-19 পরীক্ষার ফল পজিটিভ ৷ বর্তমানে আমি আমার পটনার বাড়িতে কোয়ারান্টিনে আছি ৷ এর মধ্যে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের আইসোলেশনে থাকার অনুরোধ জানাচ্ছি ৷ আপনারা প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলুন ৷"
মঙ্গলবার বিহার সরকার নতুন করে রাত্রিকালীন কার্ফু জারি করেছে ৷ 6 জানুয়ারি শুরু হবে এই কার্ফু, চলবে 21 জানুয়ারি পর্যন্ত ৷ রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত রাস্তায় জরুরি প্রয়োজন ছাড়া বেরনো নিষেধ ৷
স্বাস্থ্য মন্ত্রকের (Union Ministry of Health) দেওয়া তথ্য অনুযায়ী, নীতীশ কুমারের রাজ্যে সক্রিয় রোগীর (active cases) সংখ্যা 2 হাজার 223 ৷