লখনউ, 15 নভেম্বর : উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত্য়ু হল 5 জনের ৷ রবিবার উত্তরপ্রদেশের সন্ত কবীর নগর জেলার সারিয়া গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷
উত্তরপ্রদেশে ট্রাকে ধাক্কা গাড়ির, মৃত 5 - ডিভাইডারে ধাক্কা
পুলিশের তরফে জানানো হয়েছে, সারিয়া গ্রামের কাছে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ ডিভাইডারে ধাক্কা মেরে উলটো দিকের রাস্তায় একটি ট্রাকের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে গাড়িটির ৷ ঘটনায় গাড়িতে থাকা সবার মৃত্য়ু হয়েছে ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, সারিয়া গ্রামের কাছে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ ডিভাইডারে ধাক্কা মেরে উলটো দিকের রাস্তায় একটি ট্রাকের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে গাড়িটির ৷ ঘটনায় গাড়িতে থাকা সবার মৃত্য়ু হয়েছে ৷ মৃতদের নাম আমরুদ্দিন (25), আরমান (27), আফজাল (21) এবং আস মহম্মদ বয়স 45 বছর ৷ এরা সকেলই দেওয়ারিয়া জেলার বাসিন্দা ৷ আমরুদ্দিন ও আরমান সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন ৷ বাকিরা লখনউ থেকে বাড়ি ফিরছিলেন ৷ পুলিশ ঘটনায় দুর্ঘটনার একটি মামলা দায়ের করেছে ৷ নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে ৷