নয়ডা 22 জুন : রামজন্মভূমি ট্রাস্টের নামে ভুয়ো ওয়েবসাইট তৈরি করে অনুদান আদায়ের অভিযোগ উঠল পাঁচজনের একটি গ্যাংয়ের বিরুদ্ধে ৷ উত্তরপ্রদেশ পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, সোমবার নয়ডার সাইবার পুলিশ স্টেশন আর লখনউ সাইবার ক্রাইমের সদর দফতরের একটি যৌথ দল তাদের গ্রেফতার করে ৷
আরও পড়ুন : রামমন্দিরের জন্য জমি কেনা নিয়ে বিতর্ক তুলে ধরেছিলেন, মামলা সাংবাদিকের বিরুদ্ধে
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা "শ্রী রাম জন্মভূমি ট্রাস্ট অযোধ্যা" নামে একটি ওয়েবসাইট তৈরি করে ৷ সেখানে নিজেদের অ্যাকাউন্ট নম্বর দিয়ে ভক্তদের অনুদান দিতে অনুরোধ জানায় ৷ স্বভাবত, এই ফাঁদে পা দিয়ে বহু মানুষ রাম মন্দির তৈরির জন্য টাকা পাঠিয়েছেন ৷ এভাবে সাধারণ মানুষের বিশ্বাসভঙ্গ করা ছাড়া চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ওয়েবসাইটে ৷ এইভাবে ভক্তদের ধর্মীয় ভাবাবেগের সুযোগ নিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে আশিস গুপ্তা (21), সুমিত কুমার (22), সুরজ গুপ্তা (22), অমিত ঝা (24), নবীন কুমার সিং (26) ৷
এদের মধ্যে তিনজন উত্তরপ্রদেশের আমেঠি জেলা আর দু'জন বিহারের সীতামারি জেলার বাসিন্দা ৷ তবে ইদানীং এই দুষ্কর্ম করতে নয়ডার কাছে পূর্ব দিল্লির অশোকনগরে একসঙ্গে থাকছিল পাঁচজন ৷ উত্তরপ্রদেশ পুলিশ পাঁচজনের মোবাইল ফোন, একটা ল্যাপটপ আর 50টি আধার কার্ডের জেরক্স, সিম কার্ড বাজেয়াপ্ত করেছে ৷
এর আগে রাম জন্মভূমি ট্রাস্ট ও আরএসএস-এর সদস্য অনিল মিশ্র 30 জানুয়ারি প্রথম ভুয়ো ওয়েবসাইট খোলার অভিযোগে এফআইআর দায়ের করেন রামজন্মভূমি পুলিশ স্টেশনে ৷