নয়াদিল্লি, 12 ডিসেম্বর: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) একটি পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল সোমবার মুখ্য নির্বাচন কমিশনারের (CEC) সঙ্গে দেখা করল ৷ গুজরাত পুলিশের দ্বারা দলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে (Saket Gokhale) গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ওই প্রতিনিধি দল মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে ৷
এই নিয়ে লোকসভায় তৃণমূলের সাংসদ সৌগত রায় (Saugata Roy) বলেন, ‘‘আমাদের জাতীয় মুখপাত্রের হয়রানি ও নির্যাতনের বিষয়ে প্রতিনিধি দলটি মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছে । আমরা তাঁকে জানিয়েছি যে সাকেত আমেদাবাদে একবার গ্রেফতার হয়েছিলেন এবং আদর্শ আচরণবিধি কার্যকর থাকাকালীন মোরবিতে তাঁর বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছিল ।’’
এই নিয়ে তিনি আরও বলেন, ‘‘আমরা আরও বলেছি যে তাঁকে ভুলভাবে জনপ্রতিনিধিত্ব আইনের 125 নম্বর ধারায় অভিযুক্ত করা হয়েছে ৷ যা নিয়ে তিনি টুইট করেছেন, তাতে এই ধারায় অভিযুক্ত করা যায় না ৷ সুতরাং, হেনস্তা করতেই এই মামলা করা হয়েছে ৷’’
তাঁর অভিযোগ, গুজরাতে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Poll Results 2022) প্রচারের সময় সাম্প্রদায়িকতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam CM Himanta Biswa Sarma) ৷ বিজেপির প্রাক্তন সাংসদ পরেশ রাওয়ালও (Paresh Rawal) বাঙালিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন ৷ তাঁদের বিরুদ্ধে জন প্রতিনিধিত্ব আইনের এই ধারা কেন লাগু করা হয়নি, সেই প্রশ্ন তুলেছেন তৃণমূলের এই বর্ষীয়ান সাংসদ ৷