পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Saket Gokhale: সাকেতকে ‘হেনস্তার’ প্রতিবাদে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সোমবার তৃণমূলের এক প্রতিনিধি দল মুখ্য নির্বাচন কমিশনারের (CEC) সঙ্গে দেখা করে ৷ সেখানে তারা তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে (Saket Gokhale) গ্রেফতার ও হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদ জানায় ৷ তৃণমূলের দাবি, কমিশনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ৷

five-member-trinamool-congress-delegation-meets-cec-over-harassment-of-saket-gokhale
Saket Gokhale: সাকেতের ‘হেনস্তার’ প্রতিবাদে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস

By

Published : Dec 12, 2022, 5:55 PM IST

নয়াদিল্লি, 12 ডিসেম্বর: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) একটি পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল সোমবার মুখ্য নির্বাচন কমিশনারের (CEC) সঙ্গে দেখা করল ৷ গুজরাত পুলিশের দ্বারা দলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে (Saket Gokhale) গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ওই প্রতিনিধি দল মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে ৷

এই নিয়ে লোকসভায় তৃণমূলের সাংসদ সৌগত রায় (Saugata Roy) বলেন, ‘‘আমাদের জাতীয় মুখপাত্রের হয়রানি ও নির্যাতনের বিষয়ে প্রতিনিধি দলটি মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছে । আমরা তাঁকে জানিয়েছি যে সাকেত আমেদাবাদে একবার গ্রেফতার হয়েছিলেন এবং আদর্শ আচরণবিধি কার্যকর থাকাকালীন মোরবিতে তাঁর বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছিল ।’’

এই নিয়ে তিনি আরও বলেন, ‘‘আমরা আরও বলেছি যে তাঁকে ভুলভাবে জনপ্রতিনিধিত্ব আইনের 125 নম্বর ধারায় অভিযুক্ত করা হয়েছে ৷ যা নিয়ে তিনি টুইট করেছেন, তাতে এই ধারায় অভিযুক্ত করা যায় না ৷ সুতরাং, হেনস্তা করতেই এই মামলা করা হয়েছে ৷’’

তাঁর অভিযোগ, গুজরাতে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Poll Results 2022) প্রচারের সময় সাম্প্রদায়িকতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam CM Himanta Biswa Sarma) ৷ বিজেপির প্রাক্তন সাংসদ পরেশ রাওয়ালও (Paresh Rawal) বাঙালিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন ৷ তাঁদের বিরুদ্ধে জন প্রতিনিধিত্ব আইনের এই ধারা কেন লাগু করা হয়নি, সেই প্রশ্ন তুলেছেন তৃণমূলের এই বর্ষীয়ান সাংসদ ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, সাকেত গোখলে 1 ডিসেম্বর তথ্যের অধিকার আইনে আবেদনের মাধ্যমে প্রাপ্ত তথ্য সম্পর্কিত একটি খবরের অংশ টুইট করেছিলেন ৷ তিনি দাবি করেছিলেন যে মোরবিতে সেতু দুর্ঘটনার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সফরের জন্য 30 কোটি টাকা খরচ হয়েছিল ।

এর পরই প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবির (PIB) তরফে একটি 'ফ্যাক্ট চেক' টুইট করা হয় ৷ সেখানে সাকেতের দেওয়া তথ্যকে ভুয়ো বলে জানানো হয় ৷ তার পর সাকেতের বিরুদ্ধে জালিয়াতি ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে এফআইআর করা হয় ৷ গুজরাত পুলিশ গ্রেফতার করে সাকেতকে ৷ সেই মামলায় তাঁর জামিন হয় ৷ কিন্তু তাঁকে আবার অন্য একটি মামলায় গ্রেফতার করা হয় ৷ পরে ওই মামলাতেও জামিন পান সাকেত ৷

প্রসঙ্গত, এদিনের প্রতিনিধি দলে তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুখেন্দুশেখর রায় ও মৌসম নূর উপস্থিত ছিলেন ৷ সৌগত রায়ের দাবি, মুখ্য নির্বাচন কমিশনার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ৷

আরও পড়ুন:প্রতিহিংসামূলক আচরণ, সাকেত গোখলের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া মমতার

ABOUT THE AUTHOR

...view details