পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Nagaland Civilian Deaths : উত্তপ্ত নাগাল্যান্ডে আজ তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল - নাগাল্যান্ড যাচ্ছে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল

সন্ত্রাসদমন অভিযান চলাকালীন নাগাল্যান্ডে নিরাপত্তাবাহিনীর গুলিতে প্রাণ গিয়েছে 13 জন সাধারণ গ্রামবাসীর (Nagaland Civilian Deaths ) ৷ গতকালের এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে গোটা দেশে ৷ ঘটনার পর থেকেই উত্তপ্ত নাগাল্যান্ড ৷ মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দিতে আজ নাগাল্যান্ডের উদ্দেশে রওনা দেবে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল (five-member aitc delegation to visit Nagaland today) ৷

Nagaland
নাগাল্যান্ড

By

Published : Dec 6, 2021, 6:33 AM IST

Updated : Dec 6, 2021, 7:03 AM IST

কোহিমা, 6 ডিসেম্বর : নিরাপত্তাবাহিনীর গুলিতে 13 জন সাধারণ নাগরিকের মৃত্যুর ঘটনায় গতকাল থেকে উত্তপ্ত নাগাল্যান্ড (Nagaland Civilian Deaths)৷ মন জেলার এই ঘটনায় গতকাল থেকেই অশান্তির খবর পাওয়া গিয়েছে ৷ আজ সেই উত্তপ্ত আবহের মধ্যেই তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল নাগাল্যান্ড যাচ্ছে ৷ তাঁদের মধ্যে রয়েছেন চারজন সাংসদ ৷ প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব, শান্তনু সেন, অপরূপা পোদ্দার এবং বিশ্বজিৎ দেবরা আজই মন জেলার ওটিং গ্রামে মৃতদের পরিবারগুলির সঙ্গে দেখা করবেন (five-member aitc delegation to visit Nagaland today) ৷

গতকালই নাগাল্যান্ডের এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লেখেন, "নাগাল্যান্ড থেকে যে খবর পাওয়া গিয়েছে তা উদ্বেগজনক ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল ৷ যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি ৷ ঘটনার বিস্তারিত তদন্ত যাতে হয় সেই বিষয়টি নিশ্চিত করা উচিত ৷ যাতে নিহতরা ন্যায়বিচার পান ৷" মুখ্যমন্ত্রীর টুইটের পরই তৃণমূলের পক্ষ থেকে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের নাগাল্যান্ড যাওয়ার খবর জানানো হয় ৷ নিহতদের পরিবারগুলির সঙ্গে দেখা করা ছাড়াও গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন তৃণমূল নেতারা ৷

আরও পড়ুন : Assam Rifles Camp Vandalized : নাগাল্যান্ডে অসম রাইফেলসের ক্যাম্পে তাণ্ডব উন্মত্ত জনতার, জারি 144 ধারা

ইতিমধ্যেই নাগাল্যান্ড সরকার মৃতদের পরিবারগুলিকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে ৷ আহতদের চিকিৎসার সমস্ত খরচ বহন করবে সরকার ৷ মুখ্যমন্ত্রী নেইফিউ রিও আজ ওই এলাকায় যাবেন ৷ পাশাপাশি তিনি ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ ঘটনার তদন্তের জন্য উচ্চস্তরের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হবে বলে জানিয়েছে নাগাল্যান্ড সরকার ৷

সেনাবাহিনীর তরফে এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করা হয়েছে ৷ তারা ঘটনার তদন্তও শুরু করেছে ৷ কীভাবে বাহিনীর সদস্যরা এত ভয়ঙ্কর একটা ‘ভুল’ করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ইতিমধ্যে সেনার পক্ষ থেকে দাবি করা হয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই মায়ানমার সীমান্ত লাগোয়া মন জেলায় জঙ্গিদমন অভিযান চালানো হচ্ছিল ৷ যদিও সেই অভিযানে কীভাবে ‘ভুলবশত’ 13 জন সাধারণ নাগরিককে প্রাণ হারাতে হল, তার সদুত্তর এখনও মেলেনি ৷

আরও পড়ুন : Nagaland Civilian Deaths : নাগাল্যান্ডে ‘বর্বরোচিত গণহত্যা’র প্রতিবাদে কালাদিবস পালন এনএসসিএন (আইএম)-এর

Last Updated : Dec 6, 2021, 7:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details