মোরেনা (মধ্যপ্রদেশ), 30 অগস্ট:মোরেনা জেলার এক কারখানায় সন্দেহজনক বিষাক্ত গ্যাসের জেরে তিন ভাই-সহ পাঁচ জন শ্রমিকের মৃত্যু হয়েছে ৷ বুধবার এমনই জানিয়েছেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক ৷ ধনেলা এলাকায় সাক্ষী ফুড প্রোডাক্টস কারখানায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
সকাল 11 টার দিকে কারখানার ভিতরে একটি ট্যাঙ্ক থেকে গ্যাস বের হতে শুরু করে ৷ এরপরই দুই শ্রমিক বিষয়টি পরীক্ষার জন্য সেখানে যায় ৷ জানা গিয়েছে, সাক্ষী ফুড ফ্যাক্টরির 9 ফুট গভীর ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য দুই শ্রমিক অবতরণ করেছিলেন ৷ পুলিশ সূত্রে খবর, ট্যাঙ্কে বিষাক্ত গ্যাস লিকেজের কারণে ওই দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়েন সেখানেই ৷ তাদের উদ্ধার করতে আরও তিন জন একের পর এক ট্যাঙ্কে নেমে পড়ে বলে খবর। সেই গ্যাসেই তারাও অসুস্থ হয়ে পড়ে। যার ফলে ট্যাঙ্কের ভেতরেই পাঁচ শ্রমিকেরই মৃত্যু হয়। সেই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে পাঁচ শ্রমিকেরই মৃত্যু হয়েছে বলে জানান মহকুমা ম্যাজিস্ট্রেট (এসডিএম) ভূপেন্দ্র সিং কুশওয়াহা ৷