পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Labourers Died of Poisonous Gas: কারখানার ট্য়াঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু 5 শ্রমিকের - মধ্যপ্রদেশ

নয় ফুট গভীর ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য দুই শ্রমিক অবতরণ করেছিলেন ৷ পুলিশ সূত্রে খবর, ট্যাঙ্কে বিষাক্ত গ্যাস লিকেজের কারণে ওই দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়েন সেখানেই ৷ তাদের উদ্ধার করতে আরও তিন জন একের পর এক ট্যাঙ্কে নেমে পড়ে বলে খবর। সেই গ্যাসেই তারাও অসুস্থ হয়ে পড়ে। যার ফলে ট্যাঙ্কের ভেতরেই পাঁচ শ্রমিকেরই মৃত্যু হয়।

Etv Bharat
Five Labourers Die Poisonous Gas

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 10:19 PM IST

মোরেনা (মধ্যপ্রদেশ), 30 অগস্ট:মোরেনা জেলার এক কারখানায় সন্দেহজনক বিষাক্ত গ্যাসের জেরে তিন ভাই-সহ পাঁচ জন শ্রমিকের মৃত্যু হয়েছে ৷ বুধবার এমনই জানিয়েছেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক ৷ ধনেলা এলাকায় সাক্ষী ফুড প্রোডাক্টস কারখানায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

সকাল 11 টার দিকে কারখানার ভিতরে একটি ট্যাঙ্ক থেকে গ্যাস বের হতে শুরু করে ৷ এরপরই দুই শ্রমিক বিষয়টি পরীক্ষার জন্য সেখানে যায় ৷ জানা গিয়েছে, সাক্ষী ফুড ফ্যাক্টরির 9 ফুট গভীর ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য দুই শ্রমিক অবতরণ করেছিলেন ৷ পুলিশ সূত্রে খবর, ট্যাঙ্কে বিষাক্ত গ্যাস লিকেজের কারণে ওই দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়েন সেখানেই ৷ তাদের উদ্ধার করতে আরও তিন জন একের পর এক ট্যাঙ্কে নেমে পড়ে বলে খবর। সেই গ্যাসেই তারাও অসুস্থ হয়ে পড়ে। যার ফলে ট্যাঙ্কের ভেতরেই পাঁচ শ্রমিকেরই মৃত্যু হয়। সেই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে পাঁচ শ্রমিকেরই মৃত্যু হয়েছে বলে জানান মহকুমা ম্যাজিস্ট্রেট (এসডিএম) ভূপেন্দ্র সিং কুশওয়াহা ৷

তাদের সকলকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে সিভিল সার্জন গজেন্দ্র সিং তোমর তাদের প্রত্যেককেই মৃত বলে ঘোষণা করেন ৷ একই সঙ্গে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ জানা গিয়েছে, কারখানাটি খাদ্য পণ্যে ব্যবহৃত প্রক্রিয়াজাত চেরি এবং চিনিমুক্ত রাসায়নিক তৈরি করে। পুলিশ সূত্রে খবর, রামাবতার গুর্জর (35), রামনরেশ গুর্জর (40), বীরসিং গুর্জর (30), গণেশ গুর্জর (40) এবং গিররাজ গুর্জর (28)-এর মৃত্যু হয়েছে। এরা সকলেই টিকটলি গ্রামের বাসিন্দা বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: সংখ্যালঘু ছাত্রকে চড়, যোগীর সরকারকে নোটিশ জাতীয় মানবাধিকার কমিশনের

ঘটনার পর জেলা আধিকারিকের তত্ত্ববধানে কারখানাটি খালি করা হয়েছে ৷ পাশাপাশি তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান শ্রমিকদের মৃত্যুতে এদিন গভীর শোক প্রকাশ করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details