শাহজাহানপুর (উত্তর প্রদেশ), 22 এপ্রিল : গেট ম্যানের গাফিলতির জেরে ভয়াবহ রেল দুর্ঘটনা উত্তর প্রদেশের শাহজাহানপুরে ৷ একটি ট্রাক, ট্রেলার ও 2টি মটোর বাইকে ধাক্কা মারল লখনউ-চণ্ডীগড় এক্সপ্রেস ৷ ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে এবং একাধিক ব্যাক্তি আহত হয়েছেন ৷ বৃহস্পতিবার ভোরের এই ঘটনায় গেটম্যান রেলগেট বন্ধ করতে ভুলে গিয়েছিলেন বলে জানা গিয়েছে ৷
আজ ভোরে উত্তর প্রদেশের শাহজাহানপুরের কাতরা থানা এলাকার রেলগেট খোলা রেখে দেন গেটম্যান ৷ সেই সময় সেখান দিয়ে লখনউ-চণ্ডীগড় এক্সপ্রেস পাস করার কথা ৷ রেল সূত্রে খবর, রেলগেট খোলা থাকায় স্বাভাবিকভাবেই গাড়ি চলাচল করছিল সেখান দিয়ে ৷ সেই সময় লখনউ-চণ্ডীগড় এক্সপ্রেস চলে আসে ৷ সেই সময় লাইনের উপর দিয়ে একটি ট্রাক, একটি ট্রেলার ও দু’টি বাইক পার হচ্ছিল ৷ দ্রুতগতিতে আসা ট্রেনটি প্রথমে ট্রাকে ধাক্কা মারে ৷ এরপর একে একে ট্রেলার ও বাইক দু’টির সঙ্গে ধাক্কা লাগে ৷