উমারিয়া (মধ্যপ্রদেশ), 25 সেপ্টেম্বর: পথদুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হল মধ্যপ্রদেশের শাহদোল সংলগ্ন উমারিয়া জেলায় অবস্থিত পালি রোডে ৷ রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটে৷ ওই পাঁচজন যে গাড়িতে ছিলেন, সেই গাড়িটি দ্রুতগতি আসছিল ৷ ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এনএইচ43-তে পাশের একটি গাছে ধাক্কা মারে গাড়িটি ৷ তার জেরেই মাঝগাওয়ান গ্রামের গাড়িতে থাকা পাঁচজনের মৃত্যু হয় ৷
মৃতদের মধ্যে একজন ইন্সপেক্টর পুষ্পেন্দ্র ত্রিপাঠী ৷ তিনি শাহদোলের খনিজ বিভাগে কর্মরত ছিলেন ৷ আরেকজন অবিনাশ দুবে ৷ তিনি একজন পাবলিক সার্ভিস ম্যানেজার ৷ বাকি তিনজনের নাম পরিচয় এখনও পুলিশ জানাতে পারেনি ৷ বাকি তিনজনও এই দু’জনের পরিচিত ছিলেন বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে ৷
এসডিওপি পালির দেওয়া তথ্য অনুসারে, যাত্রীদের মধ্যে তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ বাকি দু’জন শাহদোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান । ওই পাঁচজন কাছের একটি ধাবায় একটি জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন ৷ সেখান থেকে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে ৷