পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Building Collapses in Mathura: মথুরায় বাঁকে বিহারী মন্দিরের পাশে বাড়ির একাংশ ভেঙে মৃত 5 - বাঁকে বিহারী মন্দির

মথুরার বাঁকে বিহারী মন্দিরের পাশে পুরনো বাড়ির একাংশ আচমকাই ভেঙে পড়ে ৷ ঘটনায় ধ্বংসস্তুপে চাপা পড়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের ৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ৷ ধ্বংসস্তুপ সরানোর কাজে ব্যস্ত প্রশাসন ৷

Etv Bharat
পুরনো বাড়ির একাংশ ভেঙে মৃত 5

By

Published : Aug 15, 2023, 10:09 PM IST

মথুরা, 15 অগস্ট: মথুরার বাঁকে বিহারী মন্দিরে পাশে আচমকাই পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনায় ৷ দেয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ৷ তবে আহতের সংখ্যা এখনও পর্যন্ত জানা যায়নি ৷ মৃত পাঁচ জনের মধ্যে তিন জন হলেন কানপুরের বাসিন্দা ৷ যাঁরা বাঁকে বিহারী মন্দির পরিদর্শনে এসেছিলেন বলে জানা গিয়েছে ৷

ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছন মথুরা পুলিশ ও প্রশাসন ৷ সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ ৷ তবে সেই কাজে সামান্য বেগ পেতে হয় পুলিশের কর্মকর্তাদের ৷ কারণ, সেই সময় অনেক ভক্তরা ভিড় জমিয়েছিলেন মন্দির যাওয়ার উদ্দেশ্যে ৷

পুলিশ জানিয়েছে, বাঁকে বিহারী মন্দির থেকে মাত্র 200 মিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ বিল্ডিং ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা ৷ সকলেই সাহায্যের জন্য দৌঁড়াতে থাকেন ৷ পুলিশের সঙ্গে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও ৷ ধ্বংসস্তুপের মধ্যে আটকে থাকা ব্যক্তিদের টেনে বের করে আনার কাজ চলে ৷ কিন্তু, ঘিঞ্জি জায়গা হওয়ার কারণে অ্যাম্বুলেন্স ঢুকতে সমস্যা হয় ৷ তাই অ্যাম্বুলেন্সের অপেক্ষা না-করেই স্থানীয়রা আহতের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভরতি করেন ৷

আরও পড়ুন: রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের 6 জনের মৃত্যু

নিহত পাঁচ জনের মধ্যে তিন জন কানপুরের বাসিন্দা ৷ তাঁরা এসেছিলেন, মথুরাতে ভগবান কৃষ্ণের দর্শন করতে ৷ নিহতদের পরিচয়ও জানা গিয়েছে ৷ গীতা কাশ্যপ কানপুরের বাসিন্দা, অরবিন্দ কুমার কানপুর নগরের বাসিন্দা, রশমী গুপ্তা কানপুরের বাসিন্দা ও অঞ্জি মুগ্যি মথুরার বাসিন্দা ৷ আর একজন মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details