পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা গাড়ির, মৃত 5

স্থানীয়দের তরফে জানানো হয়েছে, গাড়িটির গতি খুবই বেশি ছিল ৷ যার জেরে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে ৷ ঘটনায় গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে গিয়েছে ৷

five-killed-1-injured-after-car-collides-with-parked-truck-in-jharkhand
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা গাড়ির, মৃত 5

By

Published : Nov 2, 2020, 2:49 PM IST

ধানবাদ, 2 নভেম্বর : ঝড়খণ্ডে গাড়ি দুর্ঘটনায় 5 জনের মৃত্য়ু ৷ নিহতদের মধ্যে 2 জন শিশু ও এক মহিলা রয়েছেন ৷ পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি দ্রুত গতিতে এসে রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে ৷ আশঙ্কারজনক অবস্থায় গাড়ির চালককে স্থানীয় একটি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

সোমবার সকালে ধানবাদ থেকে জামতাড়ার দিকে গাড়িটি যাচ্ছিল ৷ স্থানীয়দের তরফে জানানো হয়েছে, গাড়িটির গতি খুবই বেশি ছিল ৷ যার জেরে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে ৷ ঘটনায় গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে গিয়েছে ৷ চালক বাদে গাড়ির ভিতরে থাকা সকলেরই মৃত্য়ু হয়েছে ৷ পুলিশ দুর্ঘটনার অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে ৷ তবে, ঠিক কী কারণে চালক গাড়ির গতি নিয়ন্ত্রণ রাখতে পারেনি তা খতিয়ে দেখা হচ্ছে ৷ এর জন্য় গাড়িটি পরীক্ষা করে দেখা হবে ৷

এর আগে 30 অক্টোবর ঝাড়খণ্ডের গিরিডিহ জেলায় একটি পথ দুর্ঘটনায় 25 জন সিআরপিএফ জনওয়ানকে নিয়ে উলটে গিয়েছিল একটি ট্রাক ৷ সেই ঘটনায় 10 সিআরপিএফ জওয়ান আহত হয়েছিলেন ৷ দুর্ঘটনার তদন্তে নেমে জানা যায়, রাস্তার উপর কিছু গবাদি পশু চলে আসে ৷ তাদের বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছিল ৷ 254 নম্বর ব্য়াটেলিয়নের ওই জওয়ানদের মধুবন থেকে নিমাইঘাটে নিয়ে যাওয়া হচ্ছিল ৷

ABOUT THE AUTHOR

...view details