পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Tragic Road Accident in Chhattisgarh: পথ দুর্ঘটনায় প্রাণ গেল 5 পড়ুয়ার, আহত আরও 4

নিয়ন্ত্রণ হারিয়ে অটোকে ধাক্কা মারল ট্রাক । মৃত্যু হল 5 স্কুলছাত্রের। এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কাংকেরে । ঘটনায় শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (CM Bhupesh Baghel assured all possible help )

Tragic Road Accident in Chhattisgarh
ছত্তিশগড়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত 5

By

Published : Feb 10, 2023, 7:08 AM IST

কাংকের (ছত্তিশগড়),10 ফেব্রুয়ারি:ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী ছত্তিশগড়ের কাংকের । একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোয় ধাক্কা মারায় মৃত্যু হল 5 পড়ুয়ার। গুরুতর আহত আরও 4 জন । তারা সকলেই স্থানীয় একটি স্কুলের ছাত্র । পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কাংকেরে কোরের এলাকা হয়ে অটোয় বাড়ি ফিরছিল ওই ৫ ছাত্র । সে সময় একটি ট্রাক এসে তাদের অটোয় ধাক্কা মারে (4 student died in a tragic accident in chhattisgarh)।

ঘটনাস্থলেই প্রাণ যায় দুই ছাত্রের । পরে হাসপাতালে মৃত্যু হয় আরও তিনজনের। গুরুতর আহত আরও তিন ছাত্র স্থানীয় হাসপাতালে ভরতি। অটো চালকের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। টুইটারে তিনি লেখেন,"কাংকেরের কোরের এলাকার চৈতালি চকে পথ দুর্ঘটনায় পাঁচ ছাত্রের মৃত্যুর ঘটনায় আমি শোকস্তব্ধ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। প্রশাসন সব ধরনের সাহায্য করতে প্রস্তুত।"

পথ দুর্ঘটনা এবং তার জেরে মৃত্যু দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে। শীতকালে এই ধরনের ঘটনা বেশি হয় । তার একটা বড় কারণ কুয়াশা এবং তার জেরে তৈরি হওয়া দৃশ্যমানতার অভাব। গত কয়েক মাসে উত্তর ভারতে এই ধরনের একাধিক ঘটনা ঘটেছে। দেশের অন্য অংশে এখন সেভাবে ঠান্ডা না-থাকলেও উত্তর ভারতের একাধিক অংশে এখন শীতের রেশ বজায় আছে পুরোমাত্রায় । আর তার জেরে দুর্ঘটনাও ঘটেই চলেছে । ঠিক দু'দিন আগে উত্তরপ্রদেশের দুটি পথ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে দশ জনের। প্রথমটি ঘটেছে মিরাটে। পরের ঘটনাটি ঘটেছে নয়ডায়। মিরাটে বিয়ের শোভযাত্রায় উলটো দিক থেকে একটি গাড়ি এসে ঢুকে পড়ে । তাতে প্রাণ হারান তিনজন । আবার অন্যদিকে, নয়ডার একটি কারখানা থেকে রাতের ডিউটি সেরে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন বেশ কয়েকজন শ্রমিক। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে । এই দুর্ঘটনায় প্রথমে প্রাণ যায় চার শ্রমিকের। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও তিনজনের ।

আরও পড়ুন: নয়ডায় বেপরোয়া বাসের ধাক্কা মৃত 4, আহত 3

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details