নয়াদিল্লি, 7 অক্টোবর: সুপ্রিম কোর্টের 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ (Five judge Constitutional Bench) সংবিধানের 103তম সংশোধনী আইন 2019-কে মান্যতা দিল (Upholds Validity of Constitution 103rd Amendment Act 2019) ৷ যেখানে সমাজের সাধারণ শ্রেণির অন্তর্গত কিন্তু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশকে উচ্চশিক্ষা ও সরকারি চাকরি এবং সুযোগ-সুবিধার ক্ষেত্রে 10 শতাংশ সংরক্ষণ দেওয়ায় কথা বলা হয়েছে ৷ তবে, এই রায় প্রদানের সময় 3 বিচারপতি 2019 সালে সংশোধনকে বহাল রাখলেও, 2 বিচারপতি ভিন্ন মত পোষণ করেছেন ৷
এই রায় দানের ক্ষেত্রে 3 জন বিচারপতি সংরক্ষণের পক্ষে সম্মতি জানিয়েছেন ৷ তবে, প্রধান বিচারপতি ইউইউ ললিত এবং বিচারপতি এস রবীন্দ্র ভাট এ নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন ৷ অন্যদিকে, বিচারপতি দীনেশ মহেশ্বরী, বিচারপতি বেলা ত্রিবেদী এবং বিচারপতি জেপি পারদিওয়ালা সাধারণ শ্রেণির আর্থিকভাবে পিছিয়ে পড়া অংশের উচ্চশিক্ষা এবং সরকারি চাকরিতে 10 শতাংশ সংরক্ষণ সংক্রান্ত সংশোধিত আইনে সম্মতি জানিয়েছেন ৷
প্রধান বিচারপতি ইউইউ ললিত বলেন, ‘‘সাধারণ শ্রেণির আর্থিকভাবে পিছিয়ে পড়া অংশের উচ্চশিক্ষা এবং সরকারি চাকরিতে 10 শতাংশ সংরক্ষণ সংক্রান্ত সংশোধিত আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে মোট চারটি রায় দান করা হয়েছে ৷’’