সুলতানপুর (উত্তরপ্রদেশ), 12 মার্চ: মর্মান্তিক দুর্ঘটনায় উত্তরপ্রদেশে প্রাণ গেল বিহারের বাসিন্দাদের ৷ দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে ধাক্কা মারে ডাম্পার ৷ সেই ঘটনায় রবিবার দুই মহিলা-সহ পাঁচজনের মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার অখন্দ নগর এলাকায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ৷ মৃতরা সকলেই বিহারের বাসিন্দা বলে খবর ৷ এক্সপ্রেসওয়েতে নির্মাণ কাজ চলাকালীন এই ঘটনা ৷
জেলা প্রশাসন সূত্র জানা গিয়েছে, নিহতরা সবাই দিল্লি এইমস থেকে বিহারের সাসারামের দিকে যাচ্ছিলেন । সকাল 11.45 মিনিটে দুর্ঘটনাটি ঘটে ৷ যখন তাঁরা সুলতানপুরের আখন্দ নগর এলাকায় পৌঁছয় তাদের গাড়ি ৷ সেখানে দ্রুতগতির কারণে তাদের গাড়িটির সঙ্গে পেছন থেকে আসা একটি ডাম্পারের সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থলেই পাঁচ যাত্রী মারা যান । জেলা আধিকারিকরা জানিয়েছেন, মৃতদের মধ্যে তিনজন মহিলা এবং দু'জন পুরুষ রয়েছেন ৷ তাঁরা সবাই বিহারের সাসারামের বাসিন্দা (All residents of Sasaram in Bihar) । তাঁরা পরিবারের একটি শিশুর চিকিৎসার জন্য দিল্লি এইমস গিয়েছিলেন এবং দুর্ঘটনার সময় বিহারে ফিরছিলেন ।