পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Fire Incident in Uttar Pradesh: উত্তরপ্রদেশে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের 5 সদস্যের মৃত্যু - Death in Uttarpradesh fire accident

উত্তরপ্রদেশের মাউ জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের 5 সদস্যের মৃত্যু (Five Family Members Dead in Fire Incident in Uttar Pradesh) ৷ তাঁরা সকলে একই পরিবারের সদস্য । মঙ্গলবার মাঝরাতে পরিবারের সবাই যখন ঘুমাচ্ছিলেন, তখন এই ঘটনা ঘটে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, বাড়ির উনুন থেকে এই আগুন লেগেছে ৷

Five Family Members Dead in Fire Incident ETV BHARAT
উত্তরপ্রদেশে অগ্নিদগ্ধ হয়ে 5 জনের মৃত্যু

By

Published : Dec 28, 2022, 12:38 PM IST

Updated : Dec 28, 2022, 12:43 PM IST

মাউ (উত্তরপ্রদেশ), 28 ডিসেম্বর: উত্তরপ্রদেশের মাউ জেলার শাহপুর গ্রামে মঙ্গলবার গভীর রাতে একটি বাড়িতে আগুন লাগে ৷ সেই ঘটনায় একটি পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে (Five Family Members Dead in Fire Incident in Uttar Pradesh) ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, বাড়ির উনুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৷ আর সেই আগুনেই জীবন্ত পুড়ে মৃত্যু হয়েছে ওই পরিবারের 5 সদস্যের ৷ জানা গিয়েছে, ঘটনার সময় পরিবারের সকলেই ঘুমিয়ে ছিলেন ৷ আগুন ছড়িয়ে পড়ার বেশ কিছুক্ষণ পর বাড়ির ভিতর থেকে চিৎকারের শব্দ আসতে থাকে ৷

চিৎকার শুনেই আশেপাশের লোকজন বেরিয়ে আসে ৷ তাঁরাই পুলিশ এবং দমকলে খবর দেন ৷ এমনকী স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন ৷ কিন্তু, আগুন ছড়িয়ে যাওয়ার কারণে, তা নেভাতে পারেননি স্থানীয়রা ৷ ঘটনায় আগুনে পুড়ে পরিবারের 5 জনেরই মৃত্যু হয় ৷ এই ঘটনায় উত্তরপ্রদেশ মউয়ের জেলাশাসক অরুণ কুমার বলেন, "কোপাগঞ্জ থানার শাহপুর গ্রামের একটি বাড়িতে আগুন লেগেছে ৷ ঘটনায় 1 মহিলা, ওক বৃদ্ধ এবং 3 জন নাবালকের মৃত্যু হয়েছে ৷"

জেলাশাসক বলেন,"খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল, পুলিশ এবং চিকিৎসকদের দল ৷ প্রাথমিক তদন্তের পর দমকলের তরফে মনে করা হচ্ছে, বাড়িতে থাকা উনুন থেকে এই আগুন লেগেছে ৷ ঘটনায় মৃত 5 সদস্য পিছু পরিবারকে আর্থিক সাহায্য করা হবে ৷ প্রত্যেক মৃত ব্যক্তি পিছু পরিবারের সদস্যদের 4 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করবে প্রশাসন ৷ ঘটনায় পরবর্তী তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল ৷"

আরও পড়ুন:লখনউয়ের রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত যুবক, হাসপাতালে আরও এক

প্রসঙ্গত, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে লখনউয়ের চারবাগ এলাকায় একটি রেঁস্তোরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক যুবকের মৃত্যু হয় ৷ আরও একজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হলে, তিনি প্রাণে বেঁচে যান ৷ সেই ঘটনায় পুলিশের তরফে জানানো হয়েছিল, ওই দিন রাত সাড়ে ন’টা নাগাদ চারবাগ এলাকার কবীর নামে একটি হোটেলের বেসমেন্টে ‘বেস্ট বিরিয়ানি’ নামে একটি রেঁস্তোরায় বিধ্বংসী আগুন লাগে ৷ খুব অল্প সময়ের মধ্যে আগুন ভয়াবহ আকৃতি নেয় ৷

ঘটনা সুধাকর দাত্রে নামে বছর তিরিশের এক যুবকের মৃত্যু হয় ৷ আরেক যুবককে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় ৷ প্রায় 1 ঘণ্টার চেষ্টায় ওই রেঁস্তোরার আগুন নিয়ন্ত্রণে এনেছিল দমকলবাহিনী ৷ জানা গিয়েছিল, মৃত সুধাকর দাত্রে তাঁর 7 বন্ধুর সঙ্গে লখনউয়ের প্রতাপগড়ে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন ৷ বিয়ে বাড়ি থেকে ফিরে তাঁরা চারবাগের একটি হোটেলে রাতে আশ্রয় নেন ৷ তখন রাতের খাবার কিনতে সুধাকর দাত্রে ওই রেঁস্তোরায় যান ৷ সেখানেই অগ্নিকাণ্ডের জেরে তাঁর মৃত্যু হয় ৷

Last Updated : Dec 28, 2022, 12:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details