মাউ (উত্তরপ্রদেশ), 28 ডিসেম্বর: উত্তরপ্রদেশের মাউ জেলার শাহপুর গ্রামে মঙ্গলবার গভীর রাতে একটি বাড়িতে আগুন লাগে ৷ সেই ঘটনায় একটি পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে (Five Family Members Dead in Fire Incident in Uttar Pradesh) ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, বাড়ির উনুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৷ আর সেই আগুনেই জীবন্ত পুড়ে মৃত্যু হয়েছে ওই পরিবারের 5 সদস্যের ৷ জানা গিয়েছে, ঘটনার সময় পরিবারের সকলেই ঘুমিয়ে ছিলেন ৷ আগুন ছড়িয়ে পড়ার বেশ কিছুক্ষণ পর বাড়ির ভিতর থেকে চিৎকারের শব্দ আসতে থাকে ৷
চিৎকার শুনেই আশেপাশের লোকজন বেরিয়ে আসে ৷ তাঁরাই পুলিশ এবং দমকলে খবর দেন ৷ এমনকী স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন ৷ কিন্তু, আগুন ছড়িয়ে যাওয়ার কারণে, তা নেভাতে পারেননি স্থানীয়রা ৷ ঘটনায় আগুনে পুড়ে পরিবারের 5 জনেরই মৃত্যু হয় ৷ এই ঘটনায় উত্তরপ্রদেশ মউয়ের জেলাশাসক অরুণ কুমার বলেন, "কোপাগঞ্জ থানার শাহপুর গ্রামের একটি বাড়িতে আগুন লেগেছে ৷ ঘটনায় 1 মহিলা, ওক বৃদ্ধ এবং 3 জন নাবালকের মৃত্যু হয়েছে ৷"
জেলাশাসক বলেন,"খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল, পুলিশ এবং চিকিৎসকদের দল ৷ প্রাথমিক তদন্তের পর দমকলের তরফে মনে করা হচ্ছে, বাড়িতে থাকা উনুন থেকে এই আগুন লেগেছে ৷ ঘটনায় মৃত 5 সদস্য পিছু পরিবারকে আর্থিক সাহায্য করা হবে ৷ প্রত্যেক মৃত ব্যক্তি পিছু পরিবারের সদস্যদের 4 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করবে প্রশাসন ৷ ঘটনায় পরবর্তী তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল ৷"