পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Gas Cylinder Blast: গ্যাস সিলিন্ডার ফেটে মৃত 5, বিয়েবাড়ির আনন্দ বদলে গেল বিষাদে - আগুন

রাজস্থানের (Rajasthan) শেরগড়ের ভুংড়া গ্রামে বিয়েবাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ (Gas Cylinder Blast) ৷ ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে (Five Died) ৷

Five Died by Gas Cylinder Blast in Rajasthan
Gas Cylinder Blast: গ্যাস সিলিন্ডার ফেটে মৃত 5, বিয়েবাড়ির আনন্দ বদলে গেল বিষাদে

By

Published : Dec 9, 2022, 1:56 PM IST

যোধপুর, 9 ডিসেম্বর: বিয়েবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের (Gas Cylinder Blast) জেরে প্রাণ গেল পাঁচজনের (Five Died) ৷ মৃতদের মধ্যে তিনটি শিশু ও নাবালকও রয়েছে ৷ বিস্ফোরণে জখম হয়ে আশংকাজনক আরও 10 জন ৷ সব মিলিয়ে দগ্ধ হয়েছেন 52 জন ! বৃহস্পতিবার ঘটনাটি ঘটে রাজস্থানের (Rajasthan) শেরগড়ের ভুংড়া গ্রামে ৷ আহতরা সকলেই বর্তমানে যোধপুরের মহাত্মা গান্ধি হাসপাতালে চিকিৎসাধীন ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভুংড়া গ্রামের বাসিন্দা সগত সিংয়ের ছেলে এবং তাঁর বোনের বিয়ে ঠিক হয়েছিল ৷ সেই উপলক্ষেই বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ নিমন্ত্রিতরাও একে একে আসতে শুরু করেন ৷ সেই আনন্দের মুহূর্তেই ঘটে যায় দুর্ঘটনা ৷ সিলিন্ডার ফেটে মৃত্যু হয় দুই শিশুর ৷ পরে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন প্রাণ হারাতে হয় আরও তিনজনকে ৷ মৃতদের মধ্যে তিনজনই নাবালক ৷ ফলে শোকের ছায়া নেমে আসে বিয়েরবাড়িতে ৷

আরও পড়ুন:ভাসাইয়ে হাইড্রোজেন সিলিন্ডার ফেটে অঘটন, প্রাণ গেল তিন শ্রমিকের

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথা মাফিক বিয়েবাড়ি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল ৷ সেই শোভাযাত্রার প্রস্তুতি যখন চলছিল, তখনই একটি গ্যাস সিলিন্ডার 'লিক' করে ৷ কিন্তু, বিষয়টিকে কেউ তেমন পাত্তা দেননি ৷ দ্রুত, সেই গ্যাস গোটা চত্বরে ছড়িয়ে পড়ে ৷ এরপরই সিলিন্ডারটি ফেটে যায় এবং বরের আশপাশে দাঁড়িয়ে থাকা মহিলাদের উপর 'উড়ে' গিয়ে পড়ে ! ফলে তাঁদের সকলের পোশাকে আগুন লেগে যায় ৷ এর ফলে মোট 29 জন মহিলা পুড়ে যান ৷ অন্যদিকে, জীবন্ত দগ্ধ হতে হয় 10টি শিশু ও নাবালককেও ৷

এই ঘটনায় ইতিমধ্যেই দুঃপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট ৷ আহতদের যাতে সঠিক চিকিৎসা হয়, তার সবরকম বন্দোবস্ত সরকারের তরফে করা হবে বলে ঘোষণা করেছেন তিনি ৷ একইসঙ্গে তাঁর আবেদন, ভবিষ্যতে যাতে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে সকলকে আরও সতর্ক হতে হবে ৷ অনেকেই প্রশ্ন তুলছেন, বিয়েবাড়িতে যখন গ্যাস 'লিক' হতে শুরু করল, তখনই কেন সতর্ক হলেন না বাড়ির সদস্য ও রান্নার কাজে নিযুক্ত কর্মীরা ! যেখানে এত মানুষ জমায়েত করেছেন, সেখানে কেন এই ঢিলেঢালা মনোভাব দেখানো হল ! সংশ্লিষ্ট মহল বলছে, সতর্ক হলে অনায়াসেই এই অঘটন রোখা যেত ৷ পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details