আলাপ্পুঝা (কেরালা), 23 জানুয়ারি: কেরালার (Kerala) আলাপ্পুঝা জেলার আম্বালাপুঝার কাছে একটি লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে তিরুঅনন্তপুরমে ইসরো ক্যান্টিনের অন্তত পাঁচজন চুক্তিভিত্তিক কর্মচারী মারা গিয়েছেন (Staffers of ISRO Canteen Die in Accident) । তাঁদের মধ্যে চারজন ঘটনাস্থলেই মারা যান এবং পঞ্চম ব্যক্তির মৃত্যু হয় হাসপাতালে যাওয়ার পথে ৷ ঘটনাটি গভীর রাতে ঘটেছে জাতীয় সড়কে ৷ আম্বালাপুজা পুলিশ এই তথ্য দিয়েছে ।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকরা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (Indian Space Research Organisation) বা ইসরোর তিরুঅনন্তপুরমের ক্যান্টিনে চুক্তিভিত্তিক কর্মচারী ছিলেন (Five Contract Staffers of ISRO Canteen) ৷ তাঁরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সড়ক দিয়ে গভীর রাতে গাড়িতে যাচ্ছিলেন । বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয় ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় । লরি চালককে হেফাজতে নেওয়া হয়েছে । রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে ।