বাঁকা (বিহার), 28 ডিসেম্বর : বিহারের বাঁকা জেলার রাজউনের রাজাওয়াড় গ্রামে গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনার জেরে একই পরিবারের পাঁচ শিশুর মৃত্যু ৷ শিশুরা যে ঘরটিতে খেলা করছিল সেখানেই সিলিন্ডারটি রাখা ছিল ৷ অনেকক্ষণ ধরেই সিলিন্ডারটি থেকে গ্যাস লিক হচ্ছিল ৷ খাবার বানানোর জন্য গৃহকর্ত্রী দেশলাই জ্বালাতেই গোটা ঘরে আগুন ছড়িয়ে পড়ে ৷ কোনওরকমে সেখান থেকে পালিয়ে তিনি প্রাণে বাঁচলেও শিশুগুলি দগ্ধ হয়ে মারা যায় ৷
শিশুগুলির অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাদের হাসপাতালে নিয়ে যাওয়ারও সুযোগ হয়নি ৷ মৃতরা হল অঙ্কুশ কুমার (12), আংশু কুমারী (8), সীমা কুমারী (4), শিবানী কুমারী (6) ও সোনি কুমারী (3) ৷