আমেদাবাদ, 29 নভেম্বর: গুজরাতে দু’দফায় বিধানসভার নির্বাচন (Gujarat Assembly Polls 2022) হতে চলেছে ৷ দ্বিতীয় দফায় যে প্রার্থীরা লড়াই করছেন, তাঁদের মধ্যে পাঁচ বিজেপি (BJP) প্রার্থীরই সম্পত্তির পরিমাণ প্রায় 1200 কোটি টাকা ৷ এর মধ্য়ে অর্ধেক সম্পত্তি একজনেরই ৷ আগামী 5 ডিসেম্বর মোদির (Narendra Modi) রাজ্যে দ্বিতীয় দফার ভোট ৷ সেই দিন বিজেপির 93 জন প্রার্থী লড়াই করছেন ৷ তাঁদের মধ্যে 75 জন প্রার্থীরই সম্পত্তির পরিমাণ 1 কোটি টাকার বেশি ৷
সম্পত্তি সংক্রান্ত এই তথ্যগুলি সামনে এনেছে অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রাইটস বা এডিআর (ADR) ৷ তাদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গান্ধিনগরের বিজেপি প্রার্থী জয়ন্তীভাই সোমাভাই প্যাটেলের সম্পত্তির পরিমাণ 661 কোটি টাকা ৷ তিনিই সবচেয়ে ধনী প্রার্থী ৷ তালিকায় দু’নম্বরে রয়েছেন সিধপুরের প্রার্থী বলবন্তসিং চন্দনসিং রাজপুত ৷ তাঁর সম্পত্তির পরিমাণ 343 কোটি টাকা ৷
এছাড়া বিজাপুরের প্রার্থী রমনভাই ডি প্যাটেলের 95 কোটি টাকা, দাস্করোইয়ের প্রার্থী বাবুভাই জমুনাদাস প্যাটেলের 61 কোটি টাকা, আনন্দের প্রার্থী যোগেশ আর প্যাটেলের 46 কোটি টাকার সম্পত্তি রয়েছে ৷ প্রথম দশজন ধনী প্রার্থীর মধ্যে এঁদের নাম রয়েছে ৷ তাৎপর্যপূর্ণভাবে পাঁচ বিজেপি প্রার্থীর মোট সম্পত্তির পরিমাণ 1235 কোটি টাকা ৷
এছাড়া দ্বিতীয় দফায় বিজেপি প্রার্থীদের 81 শতাংশের সম্পত্তির পরিমাণ এক কোটি টাকার বেশি ৷ 93 জন প্রার্থীর মধ্যে 75 জন কোটিপতি ৷ এই পরিসংখ্যানের নিরিখে কংগ্রেস বিজেপির থেকে এগিয়ে কংগ্রেস (Congress) ৷ দ্বিতীয় দফায় তাদের 90 জন প্রার্থীর মধ্যে 77 জন কোটিপতি ৷ দ্বিতীয় দফায় প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ 4.25 কোটি ৷ অন্যদিকে এমন অনেক প্রার্থী রয়েছেন, যাঁদের সম্পত্তির পরিমাণ শূন্য ৷
আরও পড়ুন:মোদির নেতৃত্বে ভারত ক্রমেই শক্তিশালী হচ্ছে, রিচার টুইট বিতর্কে মন্তব্য আরএসএস নেতার