কোল্লাম (কেরল), 18 জুলাই: অন্তর্বাস খুললে তবেই ছাত্রীরা প্রবেশ করতে পারবেন পরীক্ষাকেন্দ্রে ৷ সোমবার কেরলের কাল্লুম জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানে NEET পরীক্ষাকে কেন্দ্র করে জারি হওয়া এমনই ফরমানে শোরগোল পড়ে গিয়েছিল দেশে ৷ চব্বিশ ঘণ্টা কাটতে না-কাটতেই ঘটনায় 5 জনকে গ্রেফতার করল পুলিশ ৷ সোমবার আয়ুরের মার্থমা ইন্সটিটিউট অফ টেকনোলজির ঘটনা সামনে আসতেই তদন্তে নামে পুলিশ ৷ তারই ফলশ্রুতিতে এদিন গ্রেফতার করা হল 5 নিরাপত্তা আধিকারিককে (Five arrested for forcing girl students to remove innerwear in Kerala) ৷
সংবাদসংস্থা পিটিআই-কে তদন্তকারী এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা পাঁচ মহিলা আধিকারিককে গ্রেফতার করা হয়েছে ৷ এদের মধ্যে 3 জন এজেন্সির এবং বাকি দু'জন ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই আধিকারিক ৷ ছাত্রীদের অভিযোগ, পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারিকদের বারংবার প্রতিবাদ করেও কাজ হয়নি ৷ শেষমেশ অন্তর্বাস খুলে রেখেই মেটাল ডিটেক্টর পার হয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হয় ৷ নিরাপত্তার দায়িত্বে ছিল অন্য কোনও সংস্থা ৷ এমনই দাবি করে দায় এড়ায় কর্তৃপক্ষ ৷