মেঙ্গালুরু (কর্ণাটক), 2 জুন: নীতি পুলিশির অভিযোগ উঠল কর্ণাটকের মেঙ্গালুরুতে ৷ বৃহস্পতিবার সন্ধ্য়ায় ঘটনাটি ওই রাজ্যের উল্লাল সৈকতে ঘটে বলে অভিযোগ ৷ এই ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে ৷ পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে একজন নাবালক ৷ বাকিদের নাম যতীশ, সচিন, সুহান ও অখিল ৷ যতীশ বাস্তিপাড়পু এলাকার বাসিন্দা ৷ আর সচিন, সুহান ও অখিলের বাড়ি তালাপাড়ু এলাকায় ৷
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ তবে এই বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু বলতে নারাজ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই অভিযুক্তরা নির্দিষ্ট একটি সংগঠনের সদস্য ৷ তাঁরা ওই এলাকায় আগেও এই ধরনের কাজ করেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ৷ ওই এলাকায় পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে স্থানীয় উল্লাল থানার তরফে ৷ পাশাপাশি সেখানকার সোমেশ্বর সৈকতেও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে ৷ কারণ, বৃহস্পতিবার সেখানেও নীতি পুলিশির একটি ঘটনা ঘটে বলে অভিযোগ ৷
পুলিশ জানিয়েছে, সোমেশ্বর সৈকতে তিনজন ছাত্র ও তিনজন ছাত্রী বিকেলের দিকে ঘুরছিলেন ৷ তাঁরা কেরল থেকে সেখানে এসেছেন ৷ কেরলেই একটি বেসরকারি প্রতিষ্ঠানে তাঁরা পড়াশোনা করেন ৷ ছেলে ও মেয়েরা ভিন্ন সম্প্রদায়ের ৷ তাই তাঁদের ঘেরাও করে হেনস্থা করেন বেশ কয়েকজন ৷ ঘটনায় তিনজন ছাত্র আহত হন ৷ তাঁদের ডেরালাকাট্টে হাসপাতালে ভরতি করা হয় ৷ ছাত্রী তিনজন তাঁদের বাড়ি ফিরে গিয়েছেন ৷