নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর:কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তির নীড় শান্তিনিকেতন পেয়েছে বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি ৷ সৌদি আরবে অনুষ্ঠিত বিশ্ব ঐতিহ্য কমিটির 45তম অধিবেশনে ইউনেস্কো শান্তিনিকেতনকে এই মর্যাদা প্রদান করেছে । এতে গর্বিত গোটা দেশ ৷ এই অসাধারণ কৃতিত্বের জন্য জাতিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিদেশমন্ত্রী এস জয়শংকরের মতে, দেশের প্রথম নোবেলজয়ীর জন্য এটি যথাযোগ্য শ্রদ্ধা ৷
মর্যাদাপূর্ণ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় শান্তিনিকেতনের অন্তর্ভুক্তি তার ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাত্পর্যের প্রমাণ । 1901 সালে স্বপ্নদর্শী কবি এবং দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি শান্তিনিকেতন একটি আবাসিক বিদ্যালয় এবং প্রাচীন ভারতীয় ঐতিহ্যের একটি শৈল্পিক কেন্দ্র হিসাবে শুরু হয়েছিল । এটি এমন একটি স্থান হিসাবে কল্পনা করা হয়েছিল যা ধর্মীয় ও সাংস্কৃতিক সীমানা অতিক্রম করে, মানবতার মধ্যে ঐক্যের দৃষ্টিভঙ্গিকে মূর্ত করে ।
আরও পড়ুন:কবিগুরুর শান্তিনিকেতন পেল 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা, অভিনন্দন মোদি-মমতার