পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

World Heritage Santiniketan: 'আমাদের প্রথম নোবেলজয়ীর জন্য যথার্থ শ্রদ্ধা', শান্তিনিকেতনের স্বীকৃতিতে গর্বিত জয়শংকর - UNESCO Honours Santiniketan

Jaishankar on UNESCO World Heritage Santiniketan: ইউনেস্কো শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেওয়ায় গর্বিত বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ তিনি বলেন, দেশের প্রথম নোবেলজয়ীর জন্য এটা যথার্থ শ্রদ্ধা ৷

S Jaishankar on Santiniketan
এস জয়শংকর

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 12:47 PM IST

নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর:কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তির নীড় শান্তিনিকেতন পেয়েছে বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি ৷ সৌদি আরবে অনুষ্ঠিত বিশ্ব ঐতিহ্য কমিটির 45তম অধিবেশনে ইউনেস্কো শান্তিনিকেতনকে এই মর্যাদা প্রদান করেছে । এতে গর্বিত গোটা দেশ ৷ এই অসাধারণ কৃতিত্বের জন্য জাতিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিদেশমন্ত্রী এস জয়শংকরের মতে, দেশের প্রথম নোবেলজয়ীর জন্য এটি যথাযোগ্য শ্রদ্ধা ৷

মর্যাদাপূর্ণ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় শান্তিনিকেতনের অন্তর্ভুক্তি তার ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাত্পর্যের প্রমাণ । 1901 সালে স্বপ্নদর্শী কবি এবং দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি শান্তিনিকেতন একটি আবাসিক বিদ্যালয় এবং প্রাচীন ভারতীয় ঐতিহ্যের একটি শৈল্পিক কেন্দ্র হিসাবে শুরু হয়েছিল । এটি এমন একটি স্থান হিসাবে কল্পনা করা হয়েছিল যা ধর্মীয় ও সাংস্কৃতিক সীমানা অতিক্রম করে, মানবতার মধ্যে ঐক্যের দৃষ্টিভঙ্গিকে মূর্ত করে ।

আরও পড়ুন:কবিগুরুর শান্তিনিকেতন পেল 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা, অভিনন্দন মোদি-মমতার

বিদেশমন্ত্রী এস জয়শংকর এই মর্যাদা প্রসঙ্গে তাঁর আনন্দ প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি দেশের প্রথম নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর এবং যাঁরা তাঁর উত্তরাধিকার সংরক্ষণ করেছেন, তাঁদের জন্য একটি যথোপযুক্ত শ্রদ্ধা । তিনি এই অসাধারণ কৃতিত্বের জন্য জাতিকে আন্তরিক অভিনন্দন জানান ।

বিদেশমন্ত্রী সোশাল মিডিয়ায় লিখেছেন, "অভিনন্দন । আমাদের প্রথম নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর এবং যাঁরা তাঁর বার্তাকে বাঁচিয়ে রেখেছেন তাঁদের প্রতি যথার্থ শ্রদ্ধা ।"

ভারতের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধি বিশাল ভি শর্মা তাঁর গর্বের অনুভূতি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । তিনি টুইটারে পোস্ট করে ঘোষণা করেছেন, "শান্তিনিকেতন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় খোদাই করা হয়েছে । সমস্ত ভারতীয়দের জন্য এটি একটি মহান দিন । ভারত মাতা কী জয় ।" ইউনেস্কোর শান্তিনিকেতনকে স্বীকৃতি প্রদানের ঐতিহাসিক মুহূর্তটির একটি ভিডিয়োও পোস্ট করেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details