কাঙ্কের (ছত্তিশগড়), 7 নভেম্বর: শের সিং হিড়কো ৷ বয়স 93 ৷ তাঁকে নিয়ে হইচই পড়ে গিয়েছে ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৷ কারণ, নবতিপর শের সিং এবারই প্রথম নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ৷ স্বাভাবিকভাবেই মঙ্গলবার খুবই খুশি এই বৃদ্ধ ৷
উল্লেখ্য, লোকসভা হোক কিংবা কোনও রাজ্যের বিধানসভা ভোট, প্রতিবারই নির্বাচন কমিশনের তরফে সকলকে ভোটাধিকার প্রয়োগের আবেদন করে ৷ কমিশন সবসময় চায় যাতে 100 শতাংশ মানুষ নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করুক ৷ সেই কারণে প্রতিবার সচেতনতামূলক প্রচার করা হয় ৷
তেমনই একটি সচেতনতার প্রচারের সময় শের সিং হিড়কোর বিষয়টি নজরে আসে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের ৷ ছত্তিশগড়ের ভানুপ্রতাপপুরের ভাইসাকানহার গ্রামে পৌঁছে তাঁরা জানতে পারেন যে সেখানকার বাসিন্দা শের সিং হিড়কোর ভোটার আইডি কার্ডই নেই ৷ ফলে 93 বছর বয়স হয়ে গেলেও তিনি কখনও ভোটই দিতে পারেননি ৷
বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন ৷ তারা ওই বৃদ্ধের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে ৷ তাঁকে ভোটার আইডি কার্ডও দেওয়া হয় ৷ সেই পরিচয়পত্র নিয়েই এ দিন পোলিং বুথে হাজির হন শের সিং ৷ তার পর ভোট দেন ৷ গণতন্ত্রের এই উৎসবে প্রথমবার যোগ দিতে পেরে স্বাভাবিকভাবে দারুণ খুশি ৷ তবে তিনি নিজের খুশি তিনি কথায় প্রকাশ করতে পারছেন না ৷ কারণ, তিনি বার্ধক্য়জনিত কারণে তিনি শুনতেও পান না ৷ আবার কথাও বলতে পারেন না ৷ তবে ইশারায় তিনি নিজের খুশি ব্যক্ত করেছেন ৷
তবে ওই এলাকায় শের সিং হিড়কো একা নন, ওই এলাকায় এবার প্রথম ভোট দিয়েছেন আরও অনেকে ৷ নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ছত্তিশগড়ের কাঙ্কের এলাকা থেকে 74 হাজার ও ভানুপ্রতাপপুর থেকে 32 হাজার আবেদন ভোটার তালিকায় নাম তোলার জন্য জমা পড়ে ৷ স্বাভাবিকভাবেই প্রথম উঠছে যে স্বাধীনতার এত বছর পরও কেন ওই এলাকায় লক্ষাধিক মানুষের নাম ভোটার তালিকায় ওঠেনি ?
আরও পড়ুন:ছত্তিশগড়ে ভোট চলাকালীন আইইডি বিস্ফোরণ, আহত সিআরপিএফ জওয়ান