রায়পুর, 30 অক্টোবর: ভোটপ্রচারের এক অভিনব পন্থা ছত্তিশগড় কংগ্রেসের ৷ আসন্ন ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে প্রথমবারের ভোটাদের নিয়ে ম্যারাথনের আয়োজন করল ভূপেশ বাঘেলের দল ৷ আর এই প্রথমবারের ভোটারদের সংখ্যাটা নেহাত কম নয়, পুরো 18 লক্ষ ভোটার প্রথমবারের জন্য নির্বাচনে অংশ নেবেন ৷ আর এই বিপুল সংখ্যক ভোটারদের নিয়ে আজ সকালে রায়পুরে এই মেগা ইভেন্টের আয়োজন করে ছত্তিশগড় প্রদেশ কংগ্রেস ৷ ম্যারাথনে প্রথম একশো জয়ীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ৷
দু’দফায় আয়োজিত হচ্ছে ছত্তিশগড় বিধানসভা নির্বাচন ৷ 7 নভেম্বর প্রথম দফার ভোট ৷ আর দ্বিতীয় দফার ভোট হবে 17 নভেম্বর ৷ এই নির্বাচনে কংগ্রেস ছত্তিশগড়ের ক্ষমতা ধরে রাখতে মরিয়া ৷ আর এই লড়াইয়ে প্রতিপক্ষ বিজেপির বিরুদ্ধে তাদের অন্যতম হাতিয়ার 18 লক্ষ নতুন ভোটার ৷ যারা প্রথমবার নির্বাচনে অংশ নেবেন ৷ যেখানে 18 থেকে 25 বছরের তরুণ প্রজন্ম রয়েছে ৷ আর তাঁদের ভোটদানে উৎসাহ দিতে এবং সমর্থন লাভ করতে বিশেষ ম্যারাথনের আয়োজন করেছিল প্রদেশ কংগ্রেস ৷