পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

First Snow Dog Race in India: ভারতে এই প্রথম ! হিমাচলে হবে 'স্নো ডগ রেস' - হিমাচলপ্রদেশের খবর

ভারতের প্রথম 'স্নো ডগ রেস' (First Snow Dog Race in India) আয়োজিত হতে চলেছে হিমাচলপ্রদেশের (Himachal Pradesh) সিস্সুর লাহৌল ও স্পীতিতে (Lahaul and Spiti) ৷ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী 13 মার্চ ৷

First Snow Dog Race in India will be held on 13th March in Lahaul and Spiti of Himachal Pradesh
ফাইল ছবি

By

Published : Mar 6, 2023, 12:44 PM IST

লাহৌল ও স্পীতি (হিমাচলপ্রদেশ), 6 মার্চ: অপেক্ষা আর মাত্র 6 দিন ! তারপরই অনুষ্ঠিত হবে ভারতের প্রথম 'স্নো ডগ রেস' (First Snow Dog Race in India) ৷ আগামী 12 মার্চ এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ৷ সেই আসর বসবে হিমাচলপ্রদেশের (Himachal Pradesh) সিস্সুর লাহৌল ও স্পীতিতে (Lahaul and Spiti) ৷ স্নো ম্য়ারাথনের দ্বিতীয় পর্বের (Second Edotion of Snow Marathon) আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হবে ৷ এই ডগ শো-এর জন্য বরফে ডাকা পর্বতের ঢালে বিশেষ ধরনের 'ট্র্যাক' তৈরি করা হচ্ছে ৷

উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, "এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ৷ 1 কিলোমিটার দৌড়ের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কুকুরগুলির সঙ্গে তাঁদের মালিকরাও থাকবেন ৷ বরফে ঢাকা পাহাড়ি এলাকা উপভোগ করার এ এক অভিনব উপায় ! এই আনন্দ আপনি আপনার প্রিয় পোষ্যের সঙ্গে ভাগ করে নিতে পারবেন !"

উদ্যোক্তাদের পক্ষ থেকে এক আধিকারিক বলেন, বরফে ঢাকা পার্বত্য হিমাচলপ্রদেশের সৌন্দর্য এককথায় স্বর্গীয় ৷ সেই অপরূপ শোভা নিজের প্রিয় পোষ্যের সঙ্গে উপভোগ করা আরও বড় আনন্দের বিষয় ৷ ঘাসে ঢাকা সবুজ ময়দানে কুকুর গড়াগড়ি খেতে ভালোবাসে ৷ কখনও তারা একইভাবে সারা শরীরের কাদা মেখে আনন্দ পায় ৷ এবার এই সারমেয়র দল একইভাবে ঝুরঝুরে তুষারে গড়াগড়ি খাবে ৷ সেই তুষার গায়ে মাখবে ৷ এমন দৃশ্যের সাক্ষী হতে পারার ভাবনাই মন ভালো করে দেয় ৷ তাই এমন আয়োজন করতে পেরে খুশি উদ্যোক্তারা ৷

আরও পড়ুন:মায়ের স্মৃতিতে মূর্তি গড়লেন জুনাগড়ের তিন বোন

প্রতিযোগিতার আয়োজকরা আরও জানিয়েছেন, প্রত্যেক ভারতীয়রই এদেশের প্রাণীদের প্রতি কিছু দায়িত্ব থাকে ৷ হিমাচলপ্রদেশ ও সংলগ্ন পার্বত্য এলাকার রাস্তায় অসংখ্য কুকুর ঘুরে বেড়ায় ৷ তাদের ভালো রাখতে ইতিমধ্যেই বিভিন্ন সংগঠন কাজ শুরু করেছে ৷ সেই সংগঠনগুলির সঙ্গে যৌথভাবে এই 'স্নো ডগ রেস'-এর আয়োজন করা হয়েছে ৷ একইসঙ্গে, এই এলাকার বাসিন্দাদের মধ্যে পশু, পাখি সম্পর্কে সচেতনতা বাড়ানোরও কাজ চলছে ৷ পথকুকুরদের টিকাকরণ, তাদের চিকিৎসা, খাবার সরবরাহ-সহ নানা কাজের জন্য সাধারণ মানুষ যাতে সাধ্যমতো সাহায্য করেন, সেই বিষয়ে প্রচার চালানো হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details