পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rajnath Meets Chinese Defence Minister: গালওয়ান সংঘর্ষের পর প্রথম, চিনা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক রাজনাথের

চিনা প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল লি শাংফুর সঙ্গে বৈঠক করলেন রাজনাথ সিং ৷ গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম তাঁদের মধ্যে বৈঠক হল ৷

Rajnath Meets Chinese Defence Minister
চিনা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক রাজনাথের

By

Published : Apr 27, 2023, 8:10 PM IST

নয়াদিল্লি, 27 এপ্রিল:বৃহস্পতিবার নয়াদিল্লিতে চিনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল লি শাংফুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম বৈঠকে বসলেন দু দেশের শীর্ষস্থানীয় এই নেতারা ৷

এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার দিল্লি পৌঁছেছেন চিনা প্রতিরক্ষামন্ত্রী । পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় 2020 সালের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের ঘটনায় 20 জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল ৷ সেই ঘটনার পর এই প্রথম কোনও চিনা প্রতিরক্ষামন্ত্রী ভারত সফরে এসেছেন ৷ যদিও রাজনাথ সিং এবং চিনের প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে বৈঠকের আলোচ্যসূচি এখনও প্রকাশ করা হয়নি ৷ তবে সূত্রের তরফে জানা গিয়েছে যে, আলোচনায় সবচেয়ে বেশি ঘোরাফেরা করেছে এলএসি থেকে সেনা সরানোর বিষয়টি ৷

সীমান্তে চিনের উস্কানি এবং ভারতীয় রাজ্য অরুণাচল প্রদেশকে তাদের নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করার বারবার প্রচেষ্টার পরে ভারত ও চিনের মধ্যে সম্পর্কের বিরাট অবনতি ঘটেছে ৷ চিন ছাড়াও এ দিন রাজনাথ কাজাখস্তান, ইরান এবং তাজিকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন । সেই বৈঠকে মন্ত্রীরা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় এবং পারস্পরিক স্বার্থের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন ।

কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কর্নেল জেনারেল রুসলান জাকসিলিকভের সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং তারপরে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা ঘরায়ে আশতিয়ানি, তাজিকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল শেরালি মির্জো এবং চিনের প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফুর সঙ্গে রাজনাথের বৈঠক হয় ৷ সম্প্রতি চিনের কাছে চুশুল-মোল্ডো সীমান্ত মিটিং পয়েন্টে ভারত-চীন কর্পস কমান্ডার স্তরের 18তম বৈঠক করেছে ভারত ও চিন । এলএসি-র পশ্চিম সেক্টরে ভূমিতে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে উভয় দেশ সম্মত হয়েছে । দীর্ঘ পাঁচ মাস পর এই বৈঠক অনুষ্ঠিত হয় ।

কোর কমান্ডার পর্যায়ে দুই পক্ষের মধ্যে সর্বশেষ বৈঠক হয় গত বছরের ডিসেম্বরে । শুক্রবার রাজনাথ সম্ভবত তাঁর রুশ প্রতিপক্ষ সের্গেই শোইগু এবং বেলারুশ ও উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে দেখা করবেন । 2023 সালে ভারতের এসসিও-এর সভাপতিত্বের থিম হল 'সুরক্ষিত-এসসিও', ভারত এই অঞ্চলে বহুপাক্ষিক, রাজনৈতিক, নিরাপত্তা, অর্থনৈতিক এবং জনগণের মধ্যে আদান-প্রদানের প্রচারে এসসিও-কে বিশেষ গুরুত্ব দেয় ।

আরও পড়ুন:উৎপাদন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা নিতে চায় ভারত, এসসিও সম্মেলনে বললেন মোদি

ABOUT THE AUTHOR

...view details